জি বাংলায় (Zee Bangla) সম্প্রতি, শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিক। এই ধারাবাহিকে মূলত ৫ নারীর বন্ধুত্বের গল্প দেখা যাবে। যারা একই পাড়ায় থাকে। তাদের প্রত্যেকের জীবনেরও আলাদা আলাদা গল্প রয়েছে। সেই নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিক। এখানে মুখ্য চরিত্র শিমুল। যে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যেন এক ভীষণ অন্যরকম জগতে এসে পড়েছে।
যেখানে তার সবেতেই মানা। খেতে, শুতে, বসতে, কাজ করতে, নিজের ভালোলাগার কিছুকে প্রাধান্য দিলেও তার শাশুড়ির তাতে ভারী অমত। এমনকি শিমুল(Shimul)কে রান্নাঘর পর্যন্ত ছাড়তে চাননা তিনি। তারপরেও সব কিছু শিমুল মুখ বুঝে সবকাজ করে দিলেও তার উপর অত্যাচারের মাত্রা কমেনা তার শাশুড়বাড়ির।
শুরু থেকেই এই ধারাবাহিকে যা দেখানো হচ্ছে তার সাথে বাস্তবের বেশ মিল পাচ্ছেন দর্শক। আর তাই বারংবার এই ধারাবাহিক পড়েছে সমালোচনার মুখে। ফুলশয্যার খাতে মায়ের ঘুমানো থেকে পরাগের জোর করে শিমুলে(Shimul)র উপর আধিপত্য জাহির করা, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তুলতে যাওয়াতে বেজায় চটেছেন দর্শক।
তাদের কথায়, গল্পে যতই বাস্তবতা থাকুকনা কেন বিনোদনের নামে এভাবে বধূ নির্যাতন মেনে নেওয়া যায়না। বারংবার এই ধারাবাহিক বন্ধের দাবিতে সরব হয়েছেন দর্শক। তাই সম্প্রতি, গল্পের মোড় কিছুটা ঘুরছে বলেই মনে হচ্ছে। যে শিমুলে(Shimul)র শাশুড়ি তার সাথে দুদন্ড ভালো কথা বলতেই পারেনা সে নিজের মনের কথা খুলে বলছে তার অপছন্দেরই বৌমার কাছে।
শিমুলের শাশুড়ি শিমুল(Shimul)কে জানায়, তার অতীতে তার শশুরবাড়িতে তাকে কিভাবে অত্যাচারিত হতে হয়েছে দিনের পর দিন। তার মনের জমে থাকা কষ্ট চোখের জল হয়ে ঝরে পরে। এই দৃশ্য দেখে অনেকেরই মত বারবার সমালোচনার মুখে পরে ধারাবাহিক যাতে বন্ধ না করে দিতে হয় তাই লেখিকা গল্পের মোড় ঘোরাচ্ছেন। শিমুলের শাশুড়ির হঠাৎ করে সুর নরম হতে থাকা তারই প্রমান।