জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল ‘দিদি নাম্বার ওয়ান'(Didi No.1)। এই মঞ্চে এসে সকলেই যে যার স্মৃতি, মনের কথা উজার করে দেন। এই শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সাথে সকলেই সব শেয়ার করেন। কখনো এখানে আসেন সাধারণ মানুষ, আবার কখনো আসেন সেলেব্রেটিরা। সম্প্রতি এই শোয়ে এসেছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীরা।
এদিনের এই এপিসোডে ফুটে উঠল তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে রচনা ব্যানার্জীর বিষ্ফোরক মন্তব্য। এদিনের এই এপিসোডে উপস্থিত ছিলেন, সুচিস্মিতা চৌধুরী, সৌমিলী বিশ্বাস, দেবযানী চট্টোপাধ্যায় এবং সোমা বন্দ্যোপাধ্যায়। সবাই যে যার মতো করে নিজেদের নানারকমের মুহুর্ত শেয়ার করলেন। আর এর মাঝেই দেখা গেল তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কথা।
সোমা ব্যানার্জীর কাছে রচনা প্রশ্ন করেন, নতুন প্রজন্মদের যখন ইন্ডাস্ট্রিতে দেখো কিরকম মনে হয়? অভিনেত্রীর কথায়, ‘আমি তাদের বলি এই কাজটা কোরো না, এটা প্রথম কাজ তোদেরই ভালো হবে। আমি যেটা নই, সেটাতো আমাকে হয়ে উঠতে হবে। সেটা ছোটো চরিত্র হোক বা বড়। অনেকেই শোনেন আবার অনেকেই শোনেন না, খারাপ লাগে তাই আর বলিনা’। এ প্রসঙ্গে অভিনেত্রী সৌমিলি বিশ্বাস বলেন, ‘আমাদের জেনারেশনের যে ধৈর্য ছিল, নতুন প্রজন্মের সেটা কমে গেছে, তারা মনে করে আজকে এসেই কালকে উঠে পড়তে হবে।
কিন্তু উঠতে গেলে যে ধাপ লাগে, সেটা সবার আর নেই’। দেবযানী চট্টোপাধ্যায় জানান, ‘আমরা তো জানি ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর তারপর তো ক্লাস টেন অবধি একটা পরীক্ষা দিতে দিতে যেতে হয়, এখন বোধহয় সেটা আর লাগেনা। আমাদের প্রয়োজন হত, আমরা প্রথমে ছোটো চরিত্র করেছি, তারপর ভরসা পেলে আর একটু করলাম, এই পদ্ধতিটা এখন আর নেই। প্রত্যেকটি কাজে প্রমাণ করতে হত। অভিনেতা অভিনেত্রীর এটাই বড় চ্যালেঞ্জ।
সেটা এখন আর করতে হচ্ছে না।’ নতুন প্রজন্মের হয়ে তিনি জানান, এটা ওদের দোষ নয়, ওরা এসে এটাই দেখছে, আমরা এটা দেখিনি তাই আমাদের ক্ষেত্রে এটা হয়নি। এরপর রচনা ব্যানার্জী (Rachana Banerjee) জানান, এখনকার অভিনেত্রীরা ওয়ান সিরিয়াল ওয়ান্ডার একটা সিরিয়াল করেই খ্যাতি পেয়ে যায়। তাই সংগ্রাম করতে হয় না। এবার সকলেরই প্রশ্ন এই তরুণ প্রজন্মের কথা বলতে তিনি কাদের বোঝালেন? এখানে শুধু প্রসঙ্গই উঠেছে কারোর নাম করেননি কেউই।