সৌমিতৃষার পর, বড় পর্দায় পা রাখতে চলেছে আরেক ‘মিঠাই’ অভিনেত্রী, উচ্ছসিত ভক্তরা

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা যে কতটা তা সকলেই জানেন। মিঠাই (Mithai) ধারাবাহিক শেষ হতেই, ধারাবাহিকের কলাকুশলীরা কেউ গেছেন বড় পর্দায়, কেউ গেছেন অন্য ধারাবাহিকে।

Saranna

this mithai serial actress going to debut on big screen

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা যে কতটা তা সকলেই জানেন। মিঠাই (Mithai) ধারাবাহিক শেষ হতেই, ধারাবাহিকের কলাকুশলীরা কেউ গেছেন বড় পর্দায়, কেউ গেছেন অন্য ধারাবাহিকে। কমবেশি সকলের জীবনেই এসেছে আমূল পরিবর্তন। সৌমিতৃষা থেকে কৌশাম্বী সকলেই রয়েছে এই তালিকায়। আর এই তালিকায় যুক্ত হল, আরও একজন, তিনি হলেন মিঠাইয়ের মেয়ে মিষ্টি (Misti) অর্থাৎ শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)।

১৯৫৬ সালে রবীন্দ্রনাথের লেখা ছোটোগল্প কাবুলিওয়ালা অবলম্বনে পরিচালক তপন সিনহা ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)কে পর্দায় তুলে ধরেন। সেই ছবি এখনো সকলের মনে দাগ কেটে গেছে। বহু বছর পর সুমন ঘোষ কাবুলিওয়ালা আর মিনির সেই গল্প নিয়ে বড়,পর্দায় আসছেন নতুন ভাবে। এখানে কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। সেই লুকও প্রকাশ্যে এসেছিল। কিন্তু কে হবে মিনি?

mithai get back her memory and go monohora

সকলেই তা ভাবছিলেন, এবার সেই উত্তরের খোঁজ পাওয়া গেল। শোনা যাচ্ছে, কাবুলিওয়ালার ছোট্ট মিনি হচ্ছে মিষ্টু। যাকে দেখা গেছে মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের মেয়ের চরিত্রে। এই চরিত্রে অভিনয় করেছিলেন অনুমেঘা কাহালি , সেই অনুমেঘাকেই দেখা যাবে মিনির চরিত্রে। অনুমেঘার মাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, তিনি জানিয়েছেন, এখনই কিছু বলতে পারবেন না।

মিনির মা এবং বাবার চরিত্রে থাকবেন, সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন, এসভিএফ ও জিও স্টুডিওজ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত। কলকাতা, লাদাখে হবে ছবির শ্যুটিং। এছাড়াও আফগানিস্তানে শ্যুটিংয়ের পরিকল্পনা চলছে। ১ লা আগস্ট থেকে শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং।

আরও পড়ুনঃ ‘মিষ্টি’র পর ‘চিনি’ হয়ে ফিরছে ছোট্ট অনুমেঘা, জি বাংলার এই সিরিয়ালে দেখা যাবে তাকে

mithai serial actress anumegha kahali going to debut on big screen

প্রথমত, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকের হাত ধরে শুরু হয়, অনুমেঘার ইন্ডাস্ট্রি যাত্রা। তারপর দেখা গেছে মিঠাই, নিম ফুলের মধু ধারাবাহিকে। ধারাবাহিকের পর প্রথমবার বড় পর্দায় ডেবিউ করছেন অনুমেঘা। তপন সিনহার মিনি হয়েছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রীলা ঠাকুর। এবার অনুমেঘা কেমন মন জয় করে নিতে পারে সেটাই দেখার।

× close ad