টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক তাঁকে অনেকটা জনপ্রিয়তা দিয়েছে। মিঠাইয়ের আগে অনেক চরিত্রে অভিনয় করলেও মিঠাই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে । যে ছোটো পর্দা তাঁকে এত সম্মান দিল, সেই ছোটো পর্দা থেকে বেড়িয়ে মিঠাই আজ বড় পর্দার দোরগোড়ায় এসে পৌঁছেছে। সিনেমায় চান্স পেয়েই ভুলে গেলেন ছোটো পর্দাকে?
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাবে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে। বড়পর্দার ডেবিউ-এ প্রথমেই এরকম একজন শক্তিশালী অভিনেতাকে সহ অভিনেতা হিসেবে পাওয়া খুব একটা দেখা যায়না। সৌমিতৃষার জীবনে সেই ঘটনাই ঘটেছে। এই ঘটনা দুঃখের নয় বড়ই আনন্দের। বড় পর্দায় আসার আগে তাঁর উত্থান হয়েছিল এই ছোটো পর্দা থেকেই। বারাসাতের মেয়ে সৌমিতৃষা, কলকাতায় আসতেন ডান্সের ক্লাস করতে।
তখনই জানতে পারেন অভিনয়ের জন্য মুখ খোঁজা হচ্ছে। বাবা-মায়ের উৎসাহে সেখানে যান। কালার্স বাংলার ‘এ আমার গুরুদক্ষিণা’-র জন্য লুক সেট হয়, প্রথম সিরিয়ালের জন্য সুযোগ পেয়ে যান। তাঁর কখনোই ইচ্ছে ছিল না, অভিনয়ে কাজ করার। মায়ের জন্যই রাজি হন। এরপর অভিনয় করেন ‘কনে বউ’-তে। তখনও সেই ভাবে মানুষ চিনত না। কিন্তু এরপর যখন জি বাংলা থেকে সুযোগ আসে ‘মিঠাই’ ধারাবাহিকের তখন আর না করতে পারেননি।
না করতে পারেননি বলেই আজ তাঁর খ্যাতি। অনুরাগীদের ইচ্ছা থাকলেও সৌমিতৃষা আর এখন ফিরবেন না ছোটো পর্দায়। তাঁর কথায়, ‘ এই মুহূর্তে ছোটো পর্দায় ফিরতে চাই না। মিঠাই এতটাই জনপ্রিয় হয়েছে যে সকলেই আমার মধ্যে মিঠাইকে খুঁজবে আমি সেটা চাই না’। অনেক ভালোবাসা পেয়েছেন, অনেকেই তাঁর কাছের হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ মা দূর্গা রূপে মিঠাই! জী বাংলা মহালয়ার ছবি প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু
মিঠাই শেষের পর সুযোগ পান বড়পর্দায়। কিন্তু ছোটো পর্দার অনুরাগীরা, বাড়ির মা-কাকিমা, বয়ঃজৈষ্ঠরা সকলেই সৌমিতৃষা কে চাইছেন ছোটো পর্দায় দেখতে। কারণ ছোটো পর্দায় কাজ করা মানে, সৌমিতৃষা প্রত্যেকদিন অনুরাগীদের অন্দরমহলে প্রবেশ করবে। বড় পর্দায় দেখা মানে একদিনেই শেষ, সৌমিতৃষা তখন পরিবারের একজন না হয়ে, অতিথি হিসেবেই গ্রাহ্য হবে।