আমরা ধারাবাহিকে দেখতে পাই ভালো শাশুড়ি এবং দজ্জাল শাশুড়িদের। ভালো শাশুড়িরা (Mother in Law) অতটা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে না। কিন্তু এই দজ্জাল শাশুড়িরা সবসময় চর্চায় থাকেন। বিশেষত জি বাংলার (Zee Bangla) বিশেষ কিছু শাশুড়ি। যারা বৌমাদের উঠতে বসতে কথা শোনায়। প্রত্যেকটি ধারাবাহিকেই প্রায় এরকম শাশুড়ি আছে। আর এই দজ্জাল শাশুড়িরাই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) মূল ইউএসপি।
তাদের খারাপ কর্মকাণ্ডের দরুন তারা সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তাদের সাথে সাথে উঠে আসে ধারাবাহিকের নাম। শাশুড়িরা দজ্জাল হলেও, দজ্জাল শাশুড়িদের শাশুড়িরা কিন্তু এমন দজ্জাল নয়, তারা কিন্তু অনেক ভালো। মাটির মানুষ। তারা সবসময় নাতি, নাতনী, নাতবৌদের পাশে দাঁড়ায়। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। আজ এই প্রতিবেদনে তুলে ধরলাম জি বাংলার সেইসব ভালো শাশুড়িদের পরিচয়।
নিম ফুলের মধু (Neem Phooler Madhu) : জি বাংলার এই ধারাবাহিকে দেখা গেছে দজ্জাল শাশুড়ি কৃষ্ণা (Krishna)কে। সে নিজের ছেলের বউ পর্ণাকে একেবারেই সহ্য করতে পারে না। ভালো কাজ করলেও কথা শোনায়, খারাপ কাজ করলে তো আরও কথা শোনায়। কিন্তু কৃষ্ণা দত্তের শাশুড়ি হেমনলিনী দেবী (লিলি চক্রবর্তী) তেমনটা নন। তিনি নিজের বৌমার উপর এমন অত্যাচার করেনি যেমনটা কৃষ্ণা দত্ত করছে। হেমনলিনী দেবী নাতবৌ পর্ণার পাশে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছে।
মন দিতে চাই (Mon Dite Chai) : জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক হল মন দিতে চাই। এই ধারাবাহিকের তিতিরের শাশুড়ি মালিনী (Malini) এতটাই খারাপ যে বৌমা তিতিরকে খুন পর্যন্ত করতে উদ্যত হয়। কিন্তু শাশুড়ির শাশুড়ি নাতবৌ তিতিরকে খুবই ভালোবাসেন। এই ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা।
ইচ্ছে পুতুল (Icche putul) : এই ধারাবাহিকেও দেখা গেছে নাতবৌয়ের পাশে দাঁড়িয়েছে শাশুড়ির শাশুড়ি। মেঘকে একেবারেই পছন্দ করে না তার শাশুড়ি মীনাক্ষী (Minakkhi)। মেঘ যেন তার চরম শত্রু। সবসময় অপমান করে, অবিশ্বাস করে । মেঘকে মেঘের শাশুড়ি অপমান করলেও মেঘের পাশে দাঁড়িয়েছে তার শাশুড়ির শাশুড়ি।