টলি থেকে বলি এই দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন অদ্রিজা রায় (Adrija Roy)। বয়স ওই ২৪ এর আশেপাশে। এই বয়সেই ইতিমধ্যে টলিউডে অনেক গুলো ধারাবাহিকে কাজ করে ফেলেছেন, টলিউডের কাজ ছেড়ে এখন পাড়ি দিয়েছেন বলিউডে। সেখানেও অভিনয় করে দর্শকদের মন জিতছেন। আবারও দর্শকদের মন জিতে নিতে ‘ইমলি’ (Imli) হয়ে পর্দায় আসছেন অদ্রিজা। স্টার জলসার পটল কুমার গানওয়ালা ধারাবাহিক দিয়ে শুরু হয় কেরিয়ারের জয়যাত্রা।
এরপর একে একে কাজ করেন, বেদেনী মলুয়ার কথা, সন্ন্যাসী রাজা, জয় কালী কলকাত্তাওয়ালী, ঠাকুমার ঝুলি, ব্যারিস্টার বাবু , মৌয়ের বাড়ি সহ বিভিন্ন ধারাবাহিকে। শুধু ছোটো পর্দা নয় কাজ করেছেন বড় পর্দাতেও, অভিনয় করেছেন পরিণীতা ছবিতে। অভিনয় করেছেন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, দুজনে ওয়েব সিরিজে। বাংলায় শেষ কাজ ছিল মৌয়ের বাড়ি।
এই ধারাবাহিকের পর শোনা গিয়েছিল আবারও নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন। যেমন কথা তেমন কাজ, ফিরলেন ঠিকই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে নয় বলিউড ইন্ডাস্ট্রিতেই ফিরলেন ছোটো পর্দার হাত ধরেই। কালার্স এর ‘দুর্গা অউর চারু’ সিরিয়ালের চারুর বড়বেলার চরিত্রে অভিনয় করছেন অদ্রিজা। ‘দুর্গা অউর চারু’র পর আরও এক হিন্দি ধারাবাহিকে কাজ করতে চলেছেন অদ্রিজা। স্টার প্লাসে ‘ইমলি’ ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
সামনে এল সেই ধারাবাহিকের প্রোমো ভিডিও। ধারাবাহিকের নাম ‘ইমলি’। বর্তমানে স্টার প্লাসে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকটি লিপ নেবে। লিপ নেওয়ায় ইমলির বড় বেলার চরিত্রে দেখা যাবে অদ্রিজাকে। সমাজে মেয়েদের লড়াইয়ের গল্প তুলে ধরবে এই ধারাবাহিক। প্রোমো প্রকাশ্যে আসতেই সকলে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, দেদার ঘুরতে ভালোবাসেন অদ্রিজা। আর তার জন্য পড়তেও হয়েছে ট্রোলের মুখে।
আরও পড়ুনঃ বিয়ের আসরে কিডন্যাপ কনে! হাটকে গল্প নিয়ে ‘ফড়িং’ আসছে ‘মিলি’ হয়ে, রইল ধামাকা প্রোমো
View this post on Instagram
৪ ই জুলাই ছিল অদ্রিজার জন্মদিন। সেই জন্মদিনটা গোয়াতেই সেলিব্রেশন করেছেন। জন্মদিনের কিছুদিন আগেও ঘুরে এসেছেন গোয়া থেকে। এমনকি গত বছরের জন্মদিন কাটিয়েছেন বিদেশে কাটিয়েছিলেন। এছাড়াও ঘুরে বেড়ান দুবাই বা মালদ্বীপ। সেইসব মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেখান থেকেই আসে মন্তব্য। ‘এত টাকা কোথা থেকে পান? দু মাস ছাড়াই বিদেশ যাচ্ছেন?’ অভিনেত্রী জবাবে জানিয়েছেন, ‘নিজে উপার্জন করি সেই টাকায় যাই, কে কি বলল আমার কিছু যায় আসে না’।