জি বাংলায় (Zee Bangla) যখন ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) ধারাবাহিকের আগমন ঘটে, তখন থেকেই দর্শকরা বুঝে গিয়েছিল এই ধারাবাহিকের গল্পে একটা অনন্যতা রয়েছে, আর পাঁচটা কূটকাচালীতে পরিপূর্ণ ধারাবাহিকের মতো নয়। সবসময় কাহিনীতে একটা রহস্য লুকিয়ে রয়েছে। একটার পর একটা চমক আসতেই চলেছে, সেই কারণেই ধারাবাহিকের দর্শকও বেশি। টিআরপিতেও বেশ ভালো জায়গা করে নিচ্ছে।
এ সপ্তাহে জগদ্ধাত্রী টিআরপি তালিকায় সবার শীর্ষে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের মূখ্য চরিত্র জগদ্ধাত্রীর দুই রূপ। একদিকে সে সুগৃহিনী জগদ্ধাত্রী আর একদিকে সে তদন্তকারী অফিসার জ্যাস। দুই দিকটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন। কোনোদিকে খামতি নেই। জগদ্ধাত্রী বা জ্যাস সে যে একাই একশো তার প্রমাণ মিলেছে বহুবার, আবারও সেই প্রমাণ মিলল সাম্প্রতিক প্রোমো ভিডিওতে।
সামনেই আসছে জন্মাষ্টমী। এই দিনে প্রায় কম বেশি সকলেরই বাড়িতে চলে বিশাল তোড়জোড়। সেই তোড়জোড় থেকে বাদ যায়নি স্বয়ম্ভুর বাড়ি। জন্মাষ্টমী উপলক্ষ্যে তাদের বাড়িতেও বেশ জমজমাট আয়োজন। ভিডিওতে দেখা গেল, স্বয়ম্ভু কৃষ্ণের বেশে আর জগদ্ধাত্রী রাধার বেশে। দুজনকেই ভারী মিষ্টি লাগছে। একেবারে যেন সত্যিই রাধা কৃষ্ণ। ‘মধুবন মে জো কানাইয়া’ গানে নাচছে জগদ্ধাত্রী। তার পরক্ষণেই দেখা যায় জগদ্ধাত্রী আবার জ্যাসের বেশ ধরে নিয়েছে।
পূজার দিনে পূজার আসরেই কোনো এক মহিলা খুন হয়েছে, তার পার্লস চেক করে বুঝতে পারেন মহিলা এখনো জীবিত রয়েছে। তারপরই ছুটে যায় গুন্ডাদের ধাওয়া করতে। বন্দুক বার করে তাদের দিকে গুলি ছোড়ে। একদিকে জ্যাস রূপে নতুন রহস্যের মুখোমুখি অন্যদিকে ভুল বোঝাবুঝি কাটিয়ে স্বয়ম্ভুর কাছাকাছি জগদ্ধাত্রী।
আরও পড়ুনঃ পর্দার ‘স্বয়ম্ভু’ই মনের মানুষ? সোশ্যাল মিডিয়ায় প্রেমের আভাস ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার!
একদিকে ভালোবাসা আর একদিকে যুদ্ধ সবটা ব্যালেন্স করে কি এগিয়ে যেতে পারবে জগদ্ধাত্রী? তার জন্য চোখ রাখতে হবে আগামী এপিসোড গুলোতে। উল্লেখ্য, দেখতে দেখতে ১ বছর পার করল জগদ্ধাত্রী ধারাবাহিক। জগদ্ধাত্রীর সেটে হল জমকালো সেলিব্রেশন। ধারাবাহিকের ছবি দিয়ে করা একটি কেক পাঠিয়েছিলেন প্রযোজক স্নেহাশিষ গাঙ্গুলী। সেই কেক কেটেই ধুমধাম করে সেলিব্রেশন হল।