‘দর্শক পরকীয়ার গল্পই ভালোবাসেন’! বর্তমান বাংলা সিরিয়ালের TRP নিয়ে বিস্ফোরক অভিনেত্রী সোনালী

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনালী চৌধুরী (Sonali Chowdhury)। শেষবার দেখা গিয়েছিল বাংলা বিনোদনের (Bengali Serial) জগতে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। ধারাবাহিকে টিআরপি কম

Saranna

sonali chowdhury taking about audience dont have intrest in good serial's

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনালী চৌধুরী (Sonali Chowdhury)। শেষবার দেখা গিয়েছিল বাংলা বিনোদনের (Bengali Serial) জগতে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। ধারাবাহিকে টিআরপি কম থাকায় তড়িঘড়ি করে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। তারপর আর দেখা যায়নি। সোনালী অনুরাগীরা খুঁজছিলেন অভিনেত্রীকে আর কি ফিরবেন না তিনি? হ্যাঁ ফিরবেন। এবার তিনি আসছেন সান বাংলায়।

এতদিন তাঁকে দেখা গেছে সিনেমা, সিরিয়ালে। বিয়ের আগে অনেক কাজ করেছেন। বিয়ের পরেও কাজ করছেন, তবে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। বেছে বেছেই কাজ করেন। আর তাই এবার তিনি পা রাখছেন নন ফিকশন শোয়ে। ‘সান বাংলা’ তে আসছে নতুন গানের অনুষ্ঠান ‘বাংলা মেলোডি’ (Bangla Melody), এখানেই দেখা যাবে সঞ্চালিকা হিসাবে। ৯ সেপ্টেম্বর থেকে সকাল ৭.৩০টায় দেখা যাবে এই অনুষ্ঠান।

sonali chowdhury taking about audiencess intrest in toxic serial's

এখানে থাকছে রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদী, শ্যামা সঙ্গীত, আধুনিক, নজরুলগীতি, লোকসঙ্গীত সব ধরনের গান। গানের পাশাপাশি হবে সঙ্গীত শিল্পীদের সাথে আড্ডা। সঞ্চালনার দায়িত্ব পেয়ে অভিনেত্রী খুব খুশি। তিনি জানান, ‘সঞ্চালনা করতে আমার খুব ভালো লাগে। আর গান শুনতেও আমার খুব ভালো লাগে। এখন সবসময় গানের মধ্যে আছি। গান নিয়ে আড্ডা , গান শোনা, সব মিলিয়ে দারুণ কিছু, আশা করি সকল দর্শকদের ভালো লাগবে’।

রচনা ব্যানার্জী যেমন সিনেমা ছেড়ে সঞ্চালনায় পা দিয়ে সঞ্চালনাতেই মজেছেন, তেমনই কি অভিনেত্রীও সঞ্চালনাতেই মজবেন? আর কি ফিরবেন না? তিনি জানিয়েছেন, ধারাবাহিকেও তাঁকে দেখা যাবে। স্টার জলসার লাভ বিয়ে আজকালে দেখা যাবে। এখানে অভিনেত্রীকে ক্যামিও চরিত্র হিসেবে দেখা যাবে।

sonali chowdhury taking about audience don't have intrest in good serial's

এর পাশাপাশি বর্তমান দিনের ধারাবাহিকের কনসেপ্ট প্রসঙ্গেও মুখ খুললেন, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি অন্যরকমের ধারাবাহিক ছিল সেখানে কোনো কূটকাচালি ছিল না। তিনটে বউয়ের গল্প ছিলনা। কিন্তু ধারাবাহিকের টিআরপি কমের জন্য ধারাবাহিক বন্ধ হয়ে যায়। এর থেকেই বোঝা যায় দর্শকরা কেমন ধারাবাহিক ভালোবাসে। যদি কূটকাচালি থাকত ধারাবাহিকে তাহলে ধারাবাহিকটি বেশিদিন চলত’।

× close ad