মহালয়ার বিশেষ চমক দিল জি বাংলা, ‘নবপত্রিকা’য় কে কোন রূপে? রইল তালিকা

দূর্গাপূজার আগে মহালয়া থেকেই শুরু হয়ে যায় পূজো পূজো ভাব। মহলায়া দিয়েই শুরু হয় পূজোর সূচনা। অনেক জায়গায় তো প্যান্ডেল দেখাও শুরু হয়ে যায় এই

Saranna

zee bangla mahalaya 2023 which actress are play in with goddess role there a list

দূর্গাপূজার আগে মহালয়া থেকেই শুরু হয়ে যায় পূজো পূজো ভাব। মহলায়া দিয়েই শুরু হয় পূজোর সূচনা। অনেক জায়গায় তো প্যান্ডেল দেখাও শুরু হয়ে যায় এই মহালয়া থেকে। আর তাই মহালয়ার দিন সব চ্যানেল সুন্দরভাবে সেজে ওঠে, নতুন রকম হবে মহিষাসুরমর্দিনীর উপস্থাপনা করেন, আর সেইমতো জি বাংলা(Zee Bangla)তেও ১৪ ই অক্টোবর খুব সুন্দর ভাবে উপস্থাপিত হচ্ছে মহালয়া। এখানে থাকবে দেবীর অনেক রূপ। দেখে নেওয়া যাক বিস্তারিত।

এবারে জি বাংলার মহালয়া ২০২৩ (Zee Bangla Mahalaya 2023) অনুষ্ঠানের নাম হল ‘নবপত্রিকা’ (Nabapatrika)। এখানে দেবী মহামায়া রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে, দেবী ব্রাহ্মণী রূপে দেখা যাবে ‘গৌরী এলো’-র মোহনা মাইতি। দেবী কার্তিকীর ভূমিকায় দেখা যাবে, ‘নিম ফুলের মধু’-র ‘পর্ণা’ অর্থাৎ পল্লবী শর্মাকে। দেবী শোকরোহিতা রূপে দেখা যাবে ‘কার কাছে কই মনের কথা’-র শিমুল অর্থাৎ মানালি দে-কে।

zee bangla mahalaya 2023 nabapatrika programe

দেবী লক্ষী রূপে দেখা যাবে, ‘ফুলকি’ ধারাবাহিকের দিব্যাণী মণ্ডলকে। দেবী মহেশ্বরী রূপে দেখা যাবে ‘সোহাগ জল’ খ্যাত শ্বেতা ভট্টাচার্যকে। দেবী রক্তদন্তিকা রূপে দেখা যাবে, ‘খেলনা বাড়ি’র মিতুল ওরফে আরাত্রিকা মাইতিকে। দেবী কালীকা হচ্ছেন ‘রাঙা বউ’ ধারাবাহিকের শ্রুতি দাস। দেবী চামুণ্ডা রূপে দেখা যাবে, ‘মুকুট’-খ্যাত শ্রাবণী। আর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অঙ্কিতা মল্লিককে।

জি বাংলার প্রায় সকল নায়িকায় থাকছে মহালয়াতে, শুধু দেখা মিললনা, ‘মন দিতে চাই’-এর তিতির আর ইচ্ছে পুতুল’-এর মেঘের। অসুরের ভূমিকায় দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত অর্ণবকে। শিবের ভূমিকায় দেখা যাবে ‘ফুলকি’-র রোহিত অর্থাৎ অভিষেক বসুকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মহালয়ার শ্যুটিং। এখন চলছে প্রোডাকশনের কাজ। অন্যদিকে স্টার জলসায় দেবী দূর্গা রূপে দেখা যাবে রঞ্জিত কন্যা কোয়েল মল্লিককে।

আরও পড়ুনঃ ‘মহিষাসুরমর্দিনী’র সেরা লুক কোয়েল থেকে ‘জগদ্ধাত্রী’! আপনার পছন্দ কে?


কালার্স বাংলায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। এখনো চূড়ান্ত হয়নি। সকলেই বেশ অপেক্ষায় রয়েছেন প্রত্যেকটি চ্যানেলের মহালয়া দেখার জন্য। প্রথমেই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনুষ্ঠান। তারপর একে একে জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা সব চ্যানেলের মহিষাসুরমর্দিনী দেখার জন্য অধীর আগ্রহী হয়ে টিভির সামনে বসে থাকবে দর্শকরা। বেশ টক্কর চলবে কোন চ্যানেলের দূর্গা সবথেকে ভালো।

× close ad