‘আলতা ফড়িং’ এর পর নতুন সিরিয়ালে, পর্দায় ফিরছেন ‘ব্যাংকবাবু’ অভিনেতা অর্ণব

‘লক্ষী কাকিমা সুপারস্টার’ এর পর আবারও নতুন ধারাবাহিকের হাত ধরে স্টার জলসার (Star Jalsha) পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। যা শুনে সকলেই খুশি, সকলেই অপেক্ষায়

Saranna

arnab banerjee coming on star jalsha upcoming serial jol thoi thoi valobasa

‘লক্ষী কাকিমা সুপারস্টার’ এর পর আবারও নতুন ধারাবাহিকের হাত ধরে স্টার জলসার (Star Jalsha) পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। যা শুনে সকলেই খুশি, সকলেই অপেক্ষায় রয়েছেন। কারণ অপরাজিতা আঢ্য মানেই নতুন চমকিত কাহিনী। লক্ষী কাকিমার গল্পও মানুষদের ভালো লেগেছে, এই ধারাবাহিকে ছিল অন্যরকম কাহিনী। আবারও নতুন ধারাবাহিকেও অন্যরকম কাহিনী। দর্শকরা আর ধৈর্য ধরে রাখতে পারছেন না।

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa)র দুটো চরিত্র সকলের সামনে এসেছে, একটি হল অপরাজিতা আঢ্য, আর আপরটি হল অনুষা বিশ্বনাথন। এগুলো তো সবই মহিলা চরিত্র । পুরুষ চরিত্র কোথায়? অনুষা বিশ্বনাথনের বিপরীতে কে থাকছেন? প্রায় সকলেই অপেক্ষায় ছিলেন কে হবে নায়ক? শোনা যাচ্ছে অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee) থাকবেন এই ধারাবাহিকে নায়কের ভূমিকায়। 

arnab banerjee coming as hero on star jalsha upcoming serial jol thoi thoi valobasa

এই নতুন ধারাবাহিকের নায়ক হচ্ছেন, আলতা ফড়িং ধারাবাহিক খ্যাত অর্ণব ব্যানার্জি। আলতা ফড়িং শেষের পর আর কোথাও দেখা যায়নি অভিনেতাকে। এরপর আবার নতুন ধারবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন অর্ণব। অর্ণব আর  অনুশার জুটি কেমন জনপ্রিয়তা লাভ করে এখন সেটাই দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন এই জুটিকে দেখার জন্য। আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে ই রাত্রি ৯টা থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক।

আলতা ফড়িংয়ের ব্যাঙ্কবাবু স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরলেও ফড়িং স্টার জলসায় ফেরেনি। জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিলি’-তে থাকছে ফড়িং। সেটাও একই তারিখে একই সময়ে সম্প্রচারিত হবে। ফড়িং চরিত্রে অভিনয় করেছেন খেয়ালী মন্ডল। অন্যদিকে আবার সান বাংলায় আসছে শ্যামা। এখানে বহুদিন পর ফিরছেন মধুবনী গোস্বামী।

আরও পড়ুনঃ সঞ্চালনা পর্ব শেষ! ‘লক্ষী কাকিমা’ এবার ‘কোজাগরী’ রূপে ধরা দেবেন পর্দায়, রইল প্রোমো

arnab banerjee coming on star jalsha upcoming serial

এই ধারাবাহিকও একই সময়ে একই তারিখে আসছে। ২৫ শে সেপ্টেম্বর  রয়েছে টানটান উত্তেজনা। দর্শকরা কোনদিকে আসর জমায় সেটাই দেখার। এর ফলে বন্ধ হচ্ছে এক্কা দোক্কা ধারাবাহিক। এক্কা দোক্কার টিআরপি প্রথম দিকে বেশ ভালোই ছিল কিন্তু তা সত্ত্বেও ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে এটা মেনে নিতে রাজি নয় দর্শকদের একাংশ। এখন দেখা যাক কি হয়। 

× close ad