শুভশ্রী গাঙ্গুলীকে কে না চেনে। চিনবে নাই বা কেন তার যে খ্যাতি জগৎজোড়া। একদিকে সে বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী অন্যদিকে সে অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলীর (Deboshree Ganguly) বোন। দিদির সাথে শুভশ্রীর বেশ জমজমাট কেমিস্ট্রি। বোন অত বড় সেলিব্রেটি বলে দিদি যে হিংসা করবে তা কিন্তু নয়, একে অপরের মধ্যে অনেকটা রেসপেক্ট রয়েছে।
দেবশ্রী গাঙ্গুলী সাধারণত বড়পর্দাতেই কাজ করেছেন, কিন্তু এবার তিনি বড় পর্দা ছেড়ে ছোটো পর্দাতে পা দিচ্ছেন। দেখা যাবে জনপ্রিয় এক বাংলা ধারাবাহিকে (Bengali Serial)। যা স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালিত অপরাজিতা আঢ্য অভিনীত ‘জল থৈ থৈ ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa)য় গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর দেখা মিলবে। এর আগে কোনো ধারাবাহিকে দেখা যায়নি।
এই ধারাবাহিকের মাধ্যমেই হবে তাঁর ডেবিউ। এই নতুন যাত্রা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেবশ্রী বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল অপরাজিতা দির সাথে কাজ করার। সেই সুযোগ পেয়েছি। আমি খুবই উৎফুল্লিত। ‘এর পাশাপাশি তিনি এও জানান, এতদিন কেন তাঁকে ছোটো পর্দাতে দেখা যায়নি? তাঁর কথায়, ‘আমার একটা ছোটো ব্যবসা আছে, তাই ভয় হত সময় দিতে পারব কিনা।
লীনাদির থেকে কাজের সুযোগ পেয়ে দ্বিতীয় বার ভাবিনি। এই সিরিয়ালটির গল্প সুন্দর, আর সাথে রয়েছে অপাদি। তাই আর না করিনি, হ্যাঁ করে দিলাম’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ম্যাজিক মোমেন্টস্ থেকে প্রথমে ফোন যায়, বোন শুভশ্রীর কাছে। সেখান থেকে দেবশ্রীর যোগাযোগ নম্বর নেওয়া হয়। বোন ও তাঁর স্বামীর সাথে আলোচনা করেই এই কাজটিতে সম্মতি জানিয়েছেন। বেশ উৎসাহী দেবশ্রী।
দর্শকরাও অপেক্ষায় রয়েছে নতুন অভিনেত্রীকে দেখার জন্য। দেখা যাক কতটা মন জয় করতে পারেন অভিনেত্রী। উল্লেখ্য, বাংলা ফিল্ম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র মধ্যে দিয়ে দেবশ্রী গাঙ্গুলীর ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়। এরপর দেখা গিয়েছিল ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘ফাটাফাটি’-তে। তারপর ওয়েব সিরিজ ‘মাতঙ্গী’-র শুটিং শেষ করেছেন সবেমাত্র।