প্রথম সিরিয়ালে হিট হয়ে একের পর এক নতুন গল্পে ফ্লপ! কেন জনপ্রিয়তা হারাচ্ছেন টিভি অভিনেত্রীরা?

বর্তমানে আমরা সকলেই একটা বিষয়ে বেশ অবগত, টিআরপি না থাকলে ধারাবাহিকের কোনো মূল্য নেই। বিশেষত এই দৃষ্টান্ত দেখা যায় বাংলা ধারাবাহিকে (Bengali Serial)। কিন্তু টিআরপি

Saranna

why bengali serial actress loose their popularity

বর্তমানে আমরা সকলেই একটা বিষয়ে বেশ অবগত, টিআরপি না থাকলে ধারাবাহিকের কোনো মূল্য নেই। বিশেষত এই দৃষ্টান্ত দেখা যায় বাংলা ধারাবাহিকে (Bengali Serial)। কিন্তু টিআরপি কীভাবে আসে? কাহিনীর দ্বারা নাকি জনপ্রিয় কাস্টের দ্বারা? সবদিক বিবেচনা করলে দেখা যাবে গল্পের দ্বারাই ধারাবাহিকের টিআরপি ফিরবে। জনপ্রিয় কাস্ট ধারাবাহিকে রাখলেই যে টিআরপি তরতরিয়ে বাড়বে তা কিন্তু নয়।

এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, যেখানে দেখা গেছে জনপ্রিয় কাস্ট রেখেও কোনো লাভ হয়নি। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen), তৃণা সাহা (Trina Saha), তিয়াসা লেপচা (Tiyasha Lepcha) এবং সোনামণি সাহা (Sonamoni Saha) এদের নিয়ে যেসব ধারাবাহিক গঠিত হয়েছিল বা হচ্ছে, তার মধ্যে সব ধারাবাহিক কিন্তু হিট হয়নি, সবারই প্রথম ধারাবাহিক গুলো হিট হয়েছিল।

for star jalsha's upcoming serial guddi and ekka dokka end soon

হিট ধারাবাহিকের পর পরবর্তী ধারাবাহিক গুলো হিট হয়নি। সন্দীপ্তা সেনের  দুর্গা, টাপুর টুপুর, সিরিয়াল বেশ হিট করেছিল। এখনও মানুষ তাঁকে টাপুর হিসেবেই চেনে। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু তারপর যখন প্রতিদান সিরিয়াল করলেন, অতটা হিট হল না, আবার শেষবার দেখা গেল করুণাময়ী রানী রাসমণিতে। সেটাও সেভাবে চলল না। এত জনপ্রিয়তা সত্বেও প্রথম গুলো হিট হলেও, পরবর্তী গুলো হিট হয়নি। 

তৃণা সাহার ক্ষেত্রেও তাই, খোকাবাবু, কলের বউ , খড়কুটো এই তিন হিট হিট ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছিল। তিনটে পরপর হিট ধারাবাহিক করার পর ধারাবাহিক নির্মাতা আবারও নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-এ কাজ করালেন, কিন্তু সেই ধারাবাহিক হিট হল না। মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে যায়। সোনামণি সাহা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, এই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক দেবী চৌধুরানী বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

balijhor serial

তারপরই অভিনয় করেন মোহর সিরিয়ালে। বেশ জনপ্রিয় হয়েছিল সব ধারাবাহিক। কিন্তু বর্তমানে যখন আবার নতুন ধারাবাহিক এক্কাদোক্কাতে ফিরে আসেন, সেই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে।অন্যদিকে তিয়াসা লেপচার জি বাংলায় কৃষ্ণকলি ধারাবাহিক বেশ হিট হওয়ায় স্টার জলসায় নিয়ে আসা হল। বাংলা মিডিয়াম ধারাবাহিকে মূখ্য ভূমিকায় রাখা হল।

bangla medium

অদল বদল করা হলেও টিআরপি তালিকায় ভালো ফল করতে পারলনা। খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হতে পারে। এইসব বিবেচনা করে দেখা গেল একসময়ের জনপ্রিয় অভিনেত্রীদের জনপ্রিয়তা কমছে, তাদের দিয়ে ধারাবাহিক করালেই ফ্লপ খাচ্ছে, বেশি প্রাধান্য পাচ্ছে ধারাবাহিকের কাহিনী, আর তার সাথে সাথে আসছে নতুন নতুন অভিনেত্রী। এর ফলাফল স্বরূপ টিআরপি তালিকায় ভালো ফলাফল দেখা যাচ্ছে। যেমন জি বাংলার জগদ্ধাত্রী, ফুলকি, Love বিয়ে আজকাল ইত্যাদি।

× close ad