Target Rating Point : প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে বিশেষ দিন। ওই দিন ধারাবাহিকের টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। বর্তমানে একটা সিরিয়ালের জন্য টিআরপি সব। তাই তালিকায় কোন ধারাবাহিক সেরা দশে জায়গা করে নিতে পারল কিংবা কোন সিরিয়াল স্লট লিড করল তা অনুরাগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ, বর্তমানে বিনোদনের একটা বড় অংশ হল এই সিরিয়াল।
ছোট থেকে বড় সমস্ত সিরিয়াল প্রেমীরা নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন পছন্দের সিরিয়ালটি দেখবেন বলে। মিস করলেই মন খারাপ। আর এই অনুরাগীরা আছেন বলেই দর্শক আছেন বলেই সিরিয়াল রমরমিয়ে চলছে। একই ধারার গল্প যখন মানুষকে বোর করে তুলেছে তখন জি বাংলা বা স্টার জলসা উভয় চ্যানেল জুড়েই নতুন সিরিয়ালের জোয়ার বয়ে যাচ্ছে।
একটার পর একটা নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ পাচ্ছে আর তার কিছুদিনের মধ্যেই তা পর্দায় প্রকাশ পাচ্ছে। সম্প্রতি, গত ২৫ তারিখ থেকে স্টার জলসা আর জি বাংলা দুই চ্যানেলেই একই সময়ে নতুন দুই সিরিয়াল শুরু হয়েছে। স্টার জলসায় শুরু হয়েছে ‘জল থই থই ভালোবাসা’ আর জি বাংলায় শুরু হয়েছে ‘মিলি’। নতুন এই দুই সিরিয়ালই এখনও পর্যন্ত দর্শকের বেশ ভালো লেগেছে। তবে চলুন এই সপ্তাহে এত নতুন ধারাবাহিকের মাঝে পুরোনোদের কি হাল তা একনজরে দেখে নিন।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৭)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.২)
তৃতীয়- ফুলকি (৭.৯)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.৮)
পঞ্চম- সন্ধ্যাতারা (৭.৩)
কার কাছে কই মনের কথা / রাঙা বউ (৭.১)
হরগৌরী পাইস হোটেল (৬.৬)
খেলনা বাড়ি (৬.৫)
Love বিয়ে আজকাল (৬.৩)
তুঁতে (৬.১)
এই সপ্তাহে তালিকায় বিশেষ পরিবর্তন নেই। তবে তুঁতে আবার সেরা দশে জায়গা করে নিয়েছে। অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রীর নম্বর কিছুটা কমেছে। ফুলকির নম্বর একটু বেড়েছে। অন্যদিকে আকাশ আর সন্ধ্যার সম্পর্ক বদলাতে শুরু করেছে তার ছাপ পড়েছে টিআরপি তে। রাঙা বউ কে হারিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে সন্ধ্যাতারা সিরিয়াল।