Kar Kache Koi Moner Katha : ধারাবাহিকে যেমন দেখা যায় সু-শাশুড়ি তেমনই দেখা যায় কু-শাশুড়ি। কোনো কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে শাশুড়ি মা বৌমাকে মাথায় তুলে রেখেছে, আবার কোনো কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে শাশুড়ি মা বৌমাকে সহ্যই করতে পারছেনা সম্পর্ক যেন সাপ আর নেউল। তবে সবসময় শাশুড়ি বৌমার সম্পর্ক যে খল থাকে, তা কিন্তু নয়, ধীরে ধীরে কাঠিন্যতার মাত্রা কমে গিয়ে সহজ সরল হয়।
আর তেমনটাই দেখা গিয়েছে জি বাংলা (Zee Bangla)র জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha) তে। শিমুল (মানালি দে) এবং পরাগের (দ্রোণ মুখোপাধ্যায়) চরিত্র আর পাঁচটা ধারাবাহিকের স্বামী-স্ত্রীর মতো নয় তাদের সম্পর্ক একেবারেই অন্যরকম। সেই সাথে শিমুলের শাশুড়ির সাথেও শিমুলের সম্পর্ক একেবারেই অন্যরকম।
এতটাই খারাপ সম্পর্ক যে শিমুলের শাশুড়িকে বারবার ট্রোলের মুখে পড়তে হয়। কিন্তু বর্তমানে সম্পর্ক এতটাই সহজ হয়ে গেছে যে ‘কু’ শাশুড়ি থেকে ‘সু’ শাশুড়িতে পৌঁছে গেছেন মধুবালা দেবী। মধুবালা দেবী এখন শিমুলকে বোঝেন। তার প্রতি তাঁর ছেলে যে কিরকম অত্যাচার করে সেটাও তিনি বোঝেন। এখন তিনি বৌমার পাশে দাঁড়ান ছেলের অন্যায়ের প্রতিবাদ করেন এই দৃশ্য দেখে দর্শকরাও সুখ্যাতি করছেন তাঁর।
আর সুন্দর সম্পর্কের সমীকরণে টিআরপি তালিকাতেও বেশ ভালো রকম ফলাফল করছে ধারাবাহিকটি। এর থেকেই বোঝা যাচ্ছে, দর্শকরা চান না কঠিন রূঢ় বাস্তব দেখতে। আসলে দর্শকরা বিনোদন লাভের আশায়, মন ভালো রাখার জন্য, শান্তিতে থাকার জন্যই ধারাবাহিক দেখেন, কিন্তু যখন সেই ধারাবাহিকে শান্তি নেই অশান্তিই বর্তমান তখন আর সেটা দেখতে ইচ্ছা করেনা।
রিয়েল লাইফেও অশান্তি আর রিল লাইফেও অশান্তি এটা মেনে নিতে পারেননা তারা। তাই তো অনেক ধারাবাহিকে দেখা যায় শান্তিপূর্ণ শাশুড়ি বৌমার সম্পর্ক। যেমন অনুরাগের ছোঁয়ার লাবণ্য ও দীপা, ফুলকি ধারাবাহিকের ফুলকি ও ফুলকির শাশুড়ি, সন্ধ্যাতারার সন্ধ্যা ও বিজয়া মাঠান এই সব সম্পর্ক দেখে দর্শকরা আপ্লুত হন, দর্শকরা এগুলোই দেখতে চান।