টেলিভিশন থেকে সিনেমা’য় পা, এবার ওটিটিতে ডেবিউ করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী!

Sweta Bhattacharya : এখন অভিনেত্রীরা একটা জায়গাতেই আটকে নেই, তাদের দেখা যাচ্ছে ছোটো পর্দা, বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে। সব জায়গাতেই তারা বাজিমাত করছে। এই

Saranna

this tellywood actress coming on ott platform

Sweta Bhattacharya : এখন অভিনেত্রীরা একটা জায়গাতেই আটকে নেই, তাদের দেখা যাচ্ছে ছোটো পর্দা, বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে। সব জায়গাতেই তারা বাজিমাত করছে। এই বাজিমাত করার তালিকায় অনেকেই নথিভুক্ত হয়েছেন। তার মধ্যে একজন উল্লেখযোগ্য অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। শ্বেতা ভট্টাচার্য তাঁর কেরিয়ার জীবনের অনেক উন্নতি করেছে সেটা বোঝা যায়, তাঁর কাজের উদাহরণ দেখে।

শুরুটা ছোটো পর্দা দিয়ে করলেও এখন পৌঁছে গেছেন বড় পর্দায় এবং ওটিটিতে। এই তো সম্প্রতি ২০২২ সালে দেবের সাথে ‘প্রজাপতি’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। এরপর তিনি ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মে। দেখা মিলবে নতুন ওয়েব সিরিজে। ওয়েব সিরিজের ডাবিং শেষ। এবার শুধু মুক্তি পাওয়ার অপেক্ষা। শ্বেতা ছাড়াও এখানে অভিনয় করছেন, ঋতাভরী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য সহ আরও অনেকে।

sweta mou bhattacharya going debut on web series

তাঁর এই নতুন ওয়েব সিরিজের নাম হল ‘নন্দিনী’ (Nandini)। তাঁর চরিত্রের নাম আলো। এই সিরিজটি মুক্তি পাবে ১৫ ই অক্টোবর আড্ডাটাইমস-এ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। ধারাবাহিকের কাহিনীটি একটি রহস্যময় কাহিনী। স্নিগ্ধা নামের একজন মহিলা যিনি সন্তান জন্ম দেবেন। কিন্তু ডাক্তার তাকে জানিয়ে দেয় সে সন্তান জন্ম দিতে পারবেনা।

আর তাই তাকে বাধ্য হয়ে গর্ভপাত করাতে হবে। গভীর রাতে স্নিগ্ধা ফোনের মাধ্যমে জানতে পারেন তার সন্তান বেঁচে রয়েছে, আর যে কথা বলছে সে-ই হল তার সন্তান। এরপর রহস্য ঘনীভূত হয়। কীভাবে কী করে সম্ভব এই ঘটনা? সেই রহস্যের জট খোলার জন্য অপেক্ষা করতে হবে ১৫ ই অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, শ্বেতা ভট্টাচার্যের মা এখন ভর্তি রয়েছেন ICU-তে। প্রথমে জ্বর, সর্দি, কাশি ছিল, তারপর ডেঙ্গু রিপোর্ট করার পর নেগেটিভ আসে। তা সত্ত্বেও জ্বর কমেনি। পরে জানা যায়, হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও কম, আবার রয়েছে বুকে সংক্রমণ। আর তাই ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করান।

× close ad