Jol Thoi Thoi Bhalobasha : স্টার জলসার (Star Jalsha) পর্দায় সবেমাত্র শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’। বেশিদিন হয়নি, ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে। এরই মধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে ধারাবাহিকের কাহিনী। এই ধারাবাহিকের মূল ইউএপসি হল অপরাজিতা আঢ্য। তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু, আর তাঁর মেয়ে তোতার চরিত্রে দেখা যাচ্ছে অনুষা বিশ্বনাথনকে। এবার এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে ইন্দ্রাশীষ রায়কে (Indrasish Roy)।
সিরিয়ালে কোজাগরীর স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে, চন্দন সেনকে। ছোটো ছেলের চরিত্রে দেখা যাচ্ছে অর্ণব ব্যানার্জীকে। আর বড় ছেলের চরিত্রে দেখা যাচ্ছে দেবোত্তম মজুমদারকে। আর দেবোত্তমের স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে ইপ্সিতা মুখার্জীকে। এতদূর পর্যন্ত সবারই জানা। তবে এ তো গেল কোজাগরীর পরিবার। কোজাগরীর পরিবারে যে একটি মেয়ে আছে তোতা। সে-ও তো ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র। তাঁর নায়ক কোথায়? নায়ক ছাড়া ধারাবাহিক জমে নাকি?
এর আগে লক্ষী কাকিমা সুপারস্টারে দেখা গিয়েছিল, অপরাজিতাই মূল ইউএসপি। কিন্তু তা সত্ত্বেও ছিল তাঁর ছেলে এবং বৌমা। যদিও আরও অনেকে ছিল, তবে অপরাজিতার সাথে সাথে ধারাবাহিককে যারা এগিয়ে নিয়ে গিয়েছিল অর্থাৎ দ্বিতীয় মুখ্য চরিত্র ছিল সৌভিক ব্যানার্জী ও শার্লি মোদক। এবারেও থাকছে দ্বিতীয় মুখ্য চরিত্র যার নাম তোতা। এই তোতার নায়ক কে হবে? এ সম্পর্কে সকলেই প্রশ্ন করেছিল।
এবার জানা গেল সেই নায়কের সম্পর্কে। তোতা অর্থাৎ অনুষা বিশ্বনাথনের বিপরীতে দেখা যাবে ইন্দ্রাশীষ রায়কে। এই চরিত্রটি পজিটিভ না নেগেটিভ তা এখনো জানা যায়নি। তবে একঝলক দেখা মিলেছিল ধারাবাহিকের পর্বে। সেখানে দেখা গেছে রাস্তায় বাইক নিয়ে যাচ্ছে ইন্দ্রাশীষ, আর তোতাকে ভয় দেখায়। তোতা বিরক্তি বোধ হন। অভিনেতাকে দেখে দর্শকরা ভাবছেন হয়ত খল চরিত্র। এখন দেখা যাক কি হয়। তবে খুশি হয়েছেন অনুরাগীরা।
ইন্দ্রাশীষের শেষ অভিনীত ধারাবাহিক স্টার জলসার ‘বালিঝড়’। টিআরপির কারণে ধারাবাহিকটি বেশিদিন টেকেনি। কারণ সেটা ছিল ত্রিকোণ প্রেমের গল্প। গল্পের নায়িকা ইন্দ্রাশীষকে ভালোবাসলেও তার বিয়ে হয় অন্য কারোর সাথে। এখানেও শোনা যাচ্ছে, তোতা ভালোবাসে অন্য কাউকে, ইন্দ্রাশীষ যদি নায়ক হয়, আবারও কি বালিঝড়ের কাহিনীর মতো পরিণতি হবে ইন্দ্রাশীষের? এমনটাই প্রশ্ন করছেন নেটনাগরিকরা। তারা বলছেন, ‘তোতা তো অন্য একজন কে ভালোবাসে এ তো সে নয়। নিশ্চয় দুই নৌকার মাঝি হবে’।