বর্তমানের অধিকাংশ বাংলা ধারাবাহিকের (Bengali Serial) গল্প লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguli)। তার লেখা গল্প দিয়েই চলে একের পর সিরিয়াল। আর সিরিয়াল প্রেমী মানুষজন কেউ সেই সিরিয়াল দেখতে খুব পছন্দ করেন আবার কেউবা তার সিরিয়ালে দেখানো পরকীয়া বা নারীদের অসম্মান জাতীয় গল্প দেখে বড়োই ক্ষোভ প্রকাশ করেন। লেখিকা লীনা গাঙ্গুলির প্রায় প্রতিটা গল্পেই পরকীয়া সম্পর্কিত গল্প পাওয়া যায়।
লীনা গাঙ্গুলি সেরা গল্পকথক হিসাবে পেলেন পুরস্কার : (Leena Ganguli getting award for best Story Teller)
তার কোনো গল্পে কোনো বিয়ে সাধারণ ভাবে দেখানো হয় না। নেটিজেনদের অনেকাংশই তার বিরুদ্ধে এমন নানা অভিযোগ করতেই থাকেন। তবুও সব কিছুর উর্ধে গিয়ে লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguli) একজন সেরা গল্পকথক (Story Teller) হিসাবে পেলেন সেরা বঙ্গনারী সন্মান। একটি সংস্থার তরফে লেখিকাকে এই সন্মান প্রদান করা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই সকলে বেশ কটাক্ষ করেছেন লেখিকাকে।
অনেকেই বলেছেন সিরিয়ালে সবসময় কূটকচালি ও পরকীয়ায় উস্কানিমূলক গল্প লিখে আবার সেরা বঙ্গনারী ? কেউ বলেছেন সিরিয়ালের বিয়ে গুলো কেন স্বাভাবিক হয় না ? যেভাবে হোক বিয়ে হয়ে যায়, কখনো সিঁদুর উড়ে আবার কখনো মালা উড়ে, কিংবা ধাক্কা মেরে সিঁদুর পরিয়ে এমন আজব বিয়ের মানে কি? তবে লিনা গাঙ্গুলি বরাবরই এই সমসত্ম মন্তব্যে কম কান দেন। তিনি বিশেষ পাত্তা দেন না এগুলোর দিকে।
আরও পড়ুনঃ বাসের অপেক্ষায় আর নয় বিরক্তি! কলকাতায় বাসের প্রতীক্ষালয়ে এবার থাকবে লাইব্রেরি
এর আগে তার ষ্টার জলসার (Star Jalsha ) পর্দায় চলতি ধারাবাহিক ধূলোকনা টিআরপি তালিকায় (TRP List) টপ করলে লেখিকাকে প্রশ্ন করা হয়েছিল তিনি উৎসাহিত হয়েছেন কিনা ? কিন্তু তিনি স্পষ্ট জানান আগের মতো আর তিনি সিরিয়ালের সাফল্যে শিহরিত হন না। এমনকি সিরিয়ালের সফলতা বা ব্যার্থতা কোনটা নিয়েই তিনি বেশি মাথা ঘামাননা। বরং দর্শকই নাটক পছন্দ করেন আর তাই তার সিরিয়ালে অতিনাটকীয়তার ছোঁয়া পাওয়া যায় বারংবার।