Sourav Ganguly : একদিকে দাদা আর একদিকে দিদি, দুজনেরই মঞ্চ এখন জমজমাট। দুজনেরই বেশ জনপ্রিয়তা রয়েছে। এটা কোনো রাজনৈতিক মঞ্চের কথা বলছিনা, এটা অরাজনৈতিক ক্ষেত্রের কথাই বলছি। দাদা হলেন এখানে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আর দিদি হলেন রচনা ব্যানার্জি। দিদির শো তো প্রত্যেকদিনই টিভির পর্দায় সম্প্রচার হয়। কিন্তু দাদার শো হত না।
তবে বর্তমানে শুরু হয়েছে দাদার শো। দিদি তো মঞ্চ মাতান, এবার দাদাও নিজের কোমর দুলিয়ে মঞ্চ মাতালেন। গত ৬ ই অক্টোবর থেকে ‘দাদাগিরি সিজন ১০’ (Dadagiri Season 10)র গ্র্যান্ড ওপেনিং শুরু হয়েছে। আর সেই শুরুতেই একেবারে সকলকে তাক লাগালেন। এতদিন দাদাকে দেখা গেছে ব্যাট হাতে ময়দান কাঁপাতে, এখন দেখা গেল কোমর দুলিয়ে দাদাগিরির মঞ্চ মাতাতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে। তাতে দেখা গেল দাদা একেবারে অন্যরকম লুকে দর্শকদের সামনে উপস্থিত হলেন। তারপরই কোমর দোলালেন এস এস রাজামৌলী পরিচালিত ব্লকবাস্টার ‘আরআরআর’(RRR) ছবির বিখ্যাত গান ‘নাটু নাটু’ (Natu Natu) তে। ইতিমধ্যেই এই গানে কোমর দুলিয়েছেন সাধারণ মানুষ থেকে নেটিজেনরা। আর সেই তালিকায় যুক্ত হলেন মহারাজা।
‘দাদাগিরি সিজন ১০’ এর এই পর্বের সাক্ষী থাকল দর্শকরা। এই দৃশ্য দেখে দর্শকদের খুব ভালো লেগেছে। সকলেই প্রশংসা করেছেন। আসলে কখনো দাদাকে এরকম লুকে দেখা যায়নি, আর তাই সকলের কাছেই বেশ অবাক করা জিনিস হিসেবেই উপস্থাপিত হয়েছে দাদার নাচ। দাদাগিরির মঞ্চে বারবার উঠে এসেছে ডোনা গাঙ্গুলীর প্রসঙ্গ।
এবারেও আর তার অন্যথা হল না। এদিন তিনি প্রশ্নের মুখে পড়েন, ডোনাদির সাথে কী বিষয়ে ঝামেলা হয়? এই প্রসঙ্গে দাদা উত্তর দেন, ‘আমি মার খেতে থাকি, মহিলারা বিনা কারণে মারেন। যখন কিছু বলেন, তখন আমি চুপ করে থাকি, আর তাতেই বিপত্তি। ম্যাডাম রেগে যান’। এরপর আর একটা প্রশ্ন করা হয়, জামাই হিসেবে তিনি বেশি ভালো? নাকি বৌমা হিসেবে ভালো? এর উত্তরে তিনি জানিয়েছেন,’ দাদার থেকে ভালো কেউ হতে পারেনা’।