Bangla Medium : মনে পড়ে ২০১৪ সালের একটি ধারাবাহিক ‘ঠিক যেন লাভ স্টোরী’-র কথা। ওই সময়ের জনপ্রিয় এক ধারাবাহিক ছিল এটি। অনেকেই এই ধারাবাহিকের সাথে পরিচিত। ধারাবাহিকের কাহিনী থেকে জুটি, টাইটেল সং সবকিছুই দর্শকদের পছন্দ হয়েছিল। ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছিল আদি ও ঈশাকে। এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) (আদি) ও সৈরিতি বন্দোপাধ্যায় (Sairity Banerjee) (ইশা)।
এই জুটি আবারও ফিরছে পর্দায়। নীল ভট্টাচার্য এই ধারাবাহিকের পর অভিনয় করেছেন ‘কৃষ্ণকলি’, ‘উমা’ ধারাবাহিকে। বর্তমানে অভিনয় করছেন ‘বাংলা মিডিয়াম ‘ ধারাবাহিকে বিক্রম চরিত্রে। কিন্তু সৈরিতিকে এরপর সেরকম ভাবে নায়িকা চরিত্রে দেখা যায়নি, বরং খল চরিত্রে দেখা গেছে। বর্তমানে অভিনয় করছেন ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে। আসলে সৈরিতি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত।
স্বামী-সন্তান নিয়ে ঘর-সংসার করছেন, আর তার পাশাপাশি অভিনয় করছেন। আর তাই নায়িকা চরিত্রে দেখা মেলেনি। সম্প্রতি পুরানো স্মৃতিকে মনে করে অভিনেতা নীল ভট্টাচার্য একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, দুজনে পিঠে পিঠ দিয়ে বসে রয়েছেন। দুজনেরই মুখে হাসি। ক্যাপশনে লেখা, ‘আমরা আবার ৯ বছর পর ফিরছি। আমাদের কি আপনারা মিস করেছেন?’ সত্যিই কি আবার ফিরছেন দুজনে?
হ্যাঁ সত্যিই ফিরছেন। দুজনকে দেখা যাবে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) ধারাবাহিকে। ধারাবাহিকের গল্প প্রসঙ্গে নীল জানান, ‘আমরা আবার ৯ বছর পর একসঙ্গে ফিরছি। ও হচ্ছে আমার প্রাক্তন প্রেমিকা। কলেজ জীবনে ওর সাথে আমার খুব ভালো বন্ধু ছিল।’ সৈরিতির চরিত্রের নাম অমৃতা। অমৃতার একটি সন্তান রয়েছে, সেই সন্তানের বাবা বিক্রম। এই কথা বিক্রম জানেনা।
View this post on Instagram
এতদিন পর সেই চেনা জুটি। কেমন লাগছে? এ প্রসঙ্গে নীল ভট্টাচার্য জানান, ‘অনেকদিন পর একসাথে কাজ করে খুব ভালো লাগছে। দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে দুজনের। তখন প্রথম কাজ খুব ভয় পেতাম। এখন আমরা নিজেদের মতামত পোষণ করতে পারি’।