পুজোর পরেই বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা, কেনাকাটা থেকে হবু বর, মুখ খুললেন অভিনেত্রী

Sandipta Sen Wedding : টলিপাড়ায় অনেক কিছুরই গুঞ্জন শোনা যায়, কারোর বিবাহ বিচ্ছেদ, কারোর আবার নতুন সম্পর্ক। এই গুঞ্জন গুলো কখনো সত্য হয় আবার কখনো

Saranna

sandipta sen going to tie knot with her boyfriend soon

Sandipta Sen Wedding : টলিপাড়ায় অনেক কিছুরই গুঞ্জন শোনা যায়, কারোর বিবাহ বিচ্ছেদ, কারোর আবার নতুন সম্পর্ক। এই গুঞ্জন গুলো কখনো সত্য হয় আবার কখনো মিথ্যা হয়। বিশেষ করে নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন প্রায় সময়ই মিথ্যা হতেই দেখা যায়। কিন্তু আবার কখনো-সখনো সত্যিও হয়। এই যেমন গুঞ্জন শোনা গিয়েছিল টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) প্রেম করছেন এক পরিচালকের সাথে।

এই গুঞ্জন আসলে মিথ্যা নয় সত্যি। গুঞ্জনকে সত্যি করতে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সাথেই গাঁটছড়া বাঁধছেন। সৌম হইচই প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার। চলতি বছরের ২ ডিসেম্বর হবে আংটি বদল আর ৭ ই ডিসেম্বর বিয়ে করছেন। ট্রেন্ডে ভেসে বিয়ে করছেন না, কলকাতাতেই বিয়ে সারছেন বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে।

sandipta sen

দুজনের এখনো বিয়ের কেনাকাটা শুরু হয়নি, তবে বিয়ের প্ল্যানিং শুরু হয়ে গেছে। নিজেদের কেনাকাটা না হলেও আত্মীয় স্বজনদের উপহারের জিনিস কেনাকাটা হয়ে গেছে। বিয়েতে লাল‌ বেনারসী নয়, বিয়েতে পড়বেন গোলাপী বেনারসী। আর সৌমও পড়বেন গোলাপী রঙের শেরওয়ানী ও‌ ধুতি। খুব উজ্জ্বল ভাবেই সাজবেন। কিন্তু কেন লাল বেনারসী পড়বেন না?

এর কারণ হিসেবে জানান, ‘আমি লাল খুব একটা পছন্দ করি না। আর সিরিয়ালে এতবার বিয়ে হয়েছে যে অরিজিনাল বিয়ের লুকটাকে আলাদা রাখতে হবে’। আংটি বদলের দিন সন্দীপ্তা পড়বেন ল্যাহেঙ্গা। আর সন্দীপ্তা যেহেতু নাচতে ভালোবাসেন, সেহেতু নাচ-গান তো থাকবেই। আর মেনুটা পুরোপুরিই বাঙালীয়ানাতে ভরপুর। কড়াইশুঁটির পোলাও, চিংড়ি মালাইকারি, পাঠার মাংস। সাথে থাকছে ফিউশন। আর থাকছে বাঙালি মিষ্টি।

 

View this post on Instagram

 

A post shared by Soumya Mukherjee (@soumyamukerji_)

বিয়েটা সাধারণ বিয়ের মতোই রাখতে চান। তিনি চাননা সবসময় কেউ ক্যামেরা নিয়ে ধরে থাকুক। অনেক সংবাদমাধ্যম থেকে অনুরোধ আসছে, কিন্তু তিনি সবটাই নাকচ করছেন। নিজের বিয়েটা নিজের মতো করে পরিকল্পনা করে করতে চান। বিয়েতে ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত থাকবেন। এককথায় বলা যেতে পারে, চাঁদের হাট বসবে।

× close ad