Target Rating Point : প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনটি বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী অনুরাগীরা অপেক্ষায় থাকেন টিআরপি তালিকা (TRP List)। কারণ, টিআরপি তে ফলাফলই বলে দেবে চলতি ধারাবাহিকটি দর্শকের কাছে কতটা জনপ্রিয়তা অর্জন করতে চলেছে। তবে সাম্প্রতিক কিছু নতুন নতুন ধারাবাহিক স্টার জলসা ও জি বাংলা উভয় চ্যানেলেই দেখা যাচ্ছে। সেগুলো কিন্তু শুরু থেকেই দর্শকের মনে আলাদা জায়গা তৈরী করে নিয়েছে।
গল্পের গতিপথ কতদিন দর্শকের আকর্ষণ বজায় রাখতে পারবে সেটা সময়ই বলবে। তবে শুরু থেকে একেবারে চর্চার বাইরে নেই কোনো নতুন ধারাবাহিকই। এই সপ্তাহে ‘নিম ফুলের মধু’ জব্বর টক্কর দিয়েছে জি বাংলার হিট সিরিয়াল ‘জগদ্ধাত্রী’কে। শুরু থেকে এখনও পর্যন্ত ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটিকে দ্বিতীয় স্থানেই দেখা গেছে প্রতিবার প্রায়।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও তালিকায় প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী নেই। জগধাত্রীকে স্থানচ্যুত করে সেই স্থান জয় করে নিয়েছে ‘নিম ফুলের মধু’ আর ‘ফুলকি’। হৈ হৈ করে ছন্দে গা ভাসিয়ে এগিয়ে চলেছে ‘জল থই থই ভালোবাসা’। এই সপ্তাহে সেরা দশে জায়গা করে নিয়েছে ‘তোমাদের রানী’ ও। তো আসুন দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকাটা।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৩)
দ্বিতীয়- নিম ফুলের মধু / ফুলকি (৭.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৫)
চতুর্থ- কার কাছে কই মনের কথা (৬.৯)
পঞ্চম- জল থই থই ভালোবাসা (৬.৫)
Love বিয়ে আজকাল / রাঙা বৌ / তুঁতে (৬.৪)
সন্ধ্যাতারা / হরগৌরী পাইস হোটেল (৬.২)
তোমাদের রানী (৫.৫)
ইচ্ছে পুতুল (৫.৪)
বাংলা মিডিয়াম (৫.৩)
জল থই থই ভালোবাসা সিরিয়ালটি কেবল তালিকায় সেরা দশেই জায়গা করে নেয়নি বরং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ‘অনুরাগের ছোঁয়া’ বরাবরের মত এইবারেও প্রথম স্থানে থাকলেও তার নম্বর একধাক্কায় অনেকটাই কমে গেছে। ষষ্ঠ স্থানে একসাথে তিনটি সিরিয়াল জায়গা করে নিয়েছে। ইচ্ছে পুতুল সেরা দশে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।