মাঝপথে ধারাবাহিক থেকে বাদ! জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে চোখে জল ‘গাঁটছড়া’ অভিনেত্রীর

Gaatchora : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। বিয়ের জন্য তিনি এখন রয়েছেন শিরোনামে। কয়েকদিন আগেই শোনা গেছে তাঁর বিয়ের খবর। এই জনপ্রিয় অভিনেত্রী

Saranna

gaatchora serial actress openup about her struggle

Gaatchora : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। বিয়ের জন্য তিনি এখন রয়েছেন শিরোনামে। কয়েকদিন আগেই শোনা গেছে তাঁর বিয়ের খবর। এই জনপ্রিয় অভিনেত্রী এখন অভিনয় করছেন ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকে। শ্রীপর্ণা রায় একসময় মুখ্য চরিত্রে অভিনয় করলেও, এখন তাঁকে দেখা যায় দ্বিতীয় মুখ্য চরিত্রে। কিন্তু এমনটা কেন? এর উত্তর তিনি দিয়েছিলেন বটে। কিন্তু সত্যিই কি সেই উত্তরটা ঠিকঠাক?

আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল শ্রীপর্ণা রায়ের জীবনের অন্ধকার দিকটি। শ্রীপর্ণা রায়ের শুরুটা হয়েছিল আঁচল ধারাবাহিক দিয়ে, প্রথম ধারাবাহিকেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তারপর একে একে অভিনয় করেছেন আজ আঁড়ি কাল ভাব, কড়ি খেলা, মুকুট সহ আরও অনেক ধারাবাহিকে। জি বাংলার কড়ি খেলা ধারাবাহিক করতে করতে মাঝপথে অভিনয় ছেড়ে চলে যান। কারণটা এখনো স্পষ্ট জানা যায়নি।

in gaatchora serial audience wants that sriparna became new lead

এটা প্রথম নয়, এর আগেও তাঁকে মাঝপথে অভিনয় ছেড়ে চলে যেতে হয়েছিল ‘আজ আরি কাল ভাব’ ধারাবাহিক থেকে। কেন বারবার তাঁর সাথে এরকমটা করা হয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘একটা ধারাবাহিকের মাঝে হঠাৎ আমাকে বাদ দেওয়া হয়। তাদের মনে হয়েছিল আমার জন্য টিআরপি হচ্ছে না। এই কথা শোনার পর ভীষণ কষ্ট হয়েছিল।

কিন্তু পরবর্তীতে ওই চ্যানেলের অন্য প্রজেক্টে কাজ করি, সেটা সফল হয়’। এর পাশাপাশি জানান, ‘একবার আমাকে এক ধারাবাহিকে লিড চরিত্রের সুযোগ দেওয়া হয় আমি রাজি হয়ে যায়। তার জন্য আমি অনেক ধারাবাহিকের অফার ফিরিয়ে দিই, পরে ওই প্রোডাকশন হাউজ থেকেই আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ সেখানকার কিছু মানুষ আমাকে পছন্দ করত না’।


শুধু তাই নয় মায়ের যখন শরীর খারাপ ছিল, তখন হাসপাতালে মাকে সামলেছেন, আর একদিকে অভিনয়ের স্ক্রিপ্ট পড়েছেন। কেউ তাঁর পাশে সহযোগিতা করেননি। অভিনয় জিনিসটা যে কতটা কঠিন তা তিনি জানেন। তাঁর কথায়, ‘ যারা ভাবে অভিনয় প্রফেশনে শুধু মেকআপ করতে হয় আর বুলি আওড়াতে হয় তারা খুব ভুল ভাবে’। এই ভাবেই এগিয়ে যান তিনি।

× close ad