Abhika Malakar : স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। ধারাবাহিকটি শুরু থেকেই মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এই কয়েকদিন হল শুরু হয়েছে এর মধ্যেই টিআরপি তালিকায় নিজেদের জায়গা দিয়েছে এক থেকে দশের মধ্যে। আর কি চায়? এটার জন্যই তো এত পরিশ্রম। ধারাবাহিকের সব কলাকুশলীদের জন্যই এটা সফল হয়েছে। এই ধারাবাহিকে নতুন একটি জুটি দেখা যাচ্ছে।
অভিকা মালাকার (Abhika Malakar) এবং অর্কপ্রভ রায় (Arkoprovo Roy) এর। দুজনের জুটি বেশ মানিয়েছে। সকলেই এই জুটিকে পছন্দ করছেন। অভিকার খুব সুন্দর অভিনয় এখানে ফুটে উঠেছে। অভিনয় ছাড়াও তাঁর আরও অনেক গুন রয়েছে, যেগুলো সম্পর্কে অনেকেই অবগত নন। আসুন জেনে নিই তাঁর আর কি কি গুণ রয়েছে। অভিকা শিলিগুড়ির মেয়ে। নির্মলা কনভেন্টে ডিসট্যান্স-এ পড়াশোনা চলছে।
View this post on Instagram
এখনও স্কুলের গন্ডি পার হয়নি তাঁর। ছোটো থেকেই ইচ্ছে ছিল অভিনয়ে আসার। বাড়ির কেউ অভিনয় জগতের সাথে যুক্ত নন। সবাই ইন্ডিয়ান রেলওয়ে-র সঙ্গে যুক্ত। অভিকার বাবা-কাকা-ঠাকুরদা সকলেই রেলওয়েতে সার্ভিস করেন। অভিনেত্রীর দিদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দিদির সাথেই কলকাতায় আসা। আর এখান থেকেই আসে সুযোগ। এখন তিনি কসবাতে থাকেন। অভিকা আর তাঁর মা দিদির সাথে কলকাতাতেই সংসার পাতেন।
শিলিগুড়ির আনোয়ার স্টুডিওতে তিনি নাচ শেখেন। আর যার কাছে শিখতেন সেই স্যার ছিলেন রিয়েলিটি শোয়ের কোরিওগ্রাফার। স্টার জলসার জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল, স্যারের থেকে সুযোগ পেয়ে যান অভিকা, অডিশন দেন, সিলেক্ট হন ব্যাস তারপর থেকেই শুরু হয়ে যায় অভিনয় জীবন। তাহলে বুঝতে পারলেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি খুব সুন্দর নাচ জানেন।
View this post on Instagram
আর সেই নাচের ভিডিও প্রায়শই তাঁর ইনস্টাগ্রামে দেখা যায়। তবে শুধু নাচ নয়, ভালো ছবি আঁকতেও পারেন। এই সবের পাশাপাশি তাঁকে দেখা গেল ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ‘আলাদা আলাদা’ গানটি খালি গলায় গাইতে। সবাই গানটা শুনে মুগ্ধ। আঁকা, নাচের পাশাপাশি গানটাও খুব ভালোভাবে করতে পারেন। তাহলে এক কথায় বলতে গেলে রূপে লক্ষী আর গুণে সরস্বতী।