প্রসাধনী থেকে বিষক্রিয়া! জানুন কিভাবে অতিরিক্ত মেকআপ ডেকে এনেছিল রানী এলিজাবেথের মৃত্যু

বর্তমানে মেকআপ কথাটি কমবেশি সকলের সাথেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মেকআপ আমাদের রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু শুধু বর্তমান সময়েই নয় প্রাচীন সময়েও নারীদের অসীম সৌন্দর্যের

Desk

reason behind england first queen elizabeth death

বর্তমানে মেকআপ কথাটি কমবেশি সকলের সাথেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মেকআপ আমাদের রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু শুধু বর্তমান সময়েই নয় প্রাচীন সময়েও নারীদের অসীম সৌন্দর্যের পিছনে ছিল মেকআপের অবদান। যেমন রানী এলিজাবেথ (Queen Elizabeth) ছিলেন তাদের মধ্যে অন্যতমা। সেই সময় থেকে এই সময় একভাবেই চলে আসছে মেকআপের চল। কেবল নিত্য নতুন প্রসাধনীর সম্ভার বেড়েছে। নামিদামি ব্র্যান্ড আবিষ্কার হয়েছে।

মেকআপের পরদ যেমন নারী-পুরুষ নির্বিশেষে সকলের সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দিতে পারে তেমনি আমাদের চরম ক্ষতির সম্মুখীন করতে পারে মেকআপ। বর্তমান সময়ে এমনটা বিশেষজ্ঞ দ্বারাও প্রমাণিত যে মেকআপ এর ভুল ব্যবহার বা মাত্রাতিরিরিক্ত ব্যবহার মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। মেকআপ থেকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও হতে পারে। তবে শুধু বর্তমানেই নয় প্রাচীন কালেও এই মেকআপ সৌন্দর্যের আড়ালে ডেকে এনেছিল অনেকের মৃত্যু। রানী প্রথম এলিজাবেথেরও (Queen Elizabeth) মৃত্যুর কারণ ছিল এই মেকআপ।

reason behind england first queen elizabeth death

প্রথম রানী এলিজাবেথের মৃত্যুর কারণ : (Reason of First Queen Elizabeth Death)

ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যুর কারণ ছিল এই মেকআপ। হ্যাঁ, অতিরিক্ত মেকআপের পরদ কেড়ে নিয়েছিল তার জীবন। প্রাচীন ইতিহাস ঘাটলে এমন অনেক তথ্য আমাদের সামনে উঠে আসে যা আমাদের কল্পনার থেকেও অনেক উপরে। প্রাচীন ইতিহাস অনুযায়ী, সেই সময় রমণীরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা সৌন্দর্য বজায় রাখার জন্য যেকোনো কিছুই করতে পিছপা হতেন না। কেউ মুখমন্ডল সাদা করার তাগিদে মুখে জোঁক ছেড়ে দিতেন তো কেউ আবার সোনালী চুলের অধিকারী হতে নিজেদের মূত্র ব্যবহার করতেন চুলে।

বিভিন্ন রকমের সব আশ্চর্যজনক তথ্য পাওয়া যায় প্রাচীন প্রসাধনীর ইতিহাসে। তবে তখন রমণীরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট  হয়ে এমন কিছু ক্ষতিকারক প্রসাধনী ব্যবহার করে ফেলতেন যা ধীরে ধীরে তাদের মৃত্যুমুখে অগ্রসর করে দিয়েছিলো। কিন্তু সেই বিপদের অনুমান তারা কখনও করতে পারেননি। সেই সময় মেকআপে ব্যবহার করা হতো ‘ভেনেশিয়ান সেরুজ’। আর এটি ছিল সীসা এবং ভিনিগারের সংমিশ্রনে তৈরী যা ত্বকের প্রচুর পরিমানে ক্ষতি করে।

রানী এলিজাবেথের অতিরিক্ত মেকআপের কারণ : (Reason of Queen Elizabeth over Makeup)

ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ একজন রানী হিসাবে নিজের সৌন্দর্য বজায় রাখতে প্রচুর মেকআপ করতেন। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে মেকআপের আড়ালেই থাকতেন তিনি। তখনকার ইতিহাস থেকে জানা যায় তিনি মুখে প্রায়  আধ ইঞ্চি পুরু মেকআপ করতেন রোজ। আর সেটাও কেবল কিছুক্ষনের জন্য নয় বরং সকাল থেকে রাত পর্যন্ত চলত তার এই মেকআপ আর তার উপর টাচআপ। মেকআপ করতে তিনি বেশ কয়েক ঘন্টা সময় পার করতেন। তবে তার মুখে মেকআপের পরদ বাড়তে থাকে ১৫৬২ সাল থেকে। ওই সময় তিনি গুটিবসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন।

গুটিবসন্ত রানীর সারা শরীরে জায়গায় জায়গায় এমনকি মুখেও গভীর ক্ষত বা দাগ ফেলে দেয়। ফলে সেই দাগ বাইরের জগতের কাছ থেকে লুকোতে তিনি আরো চড়া মেকআপ করতে শুরু করেন। আর তার শরীরে অতিরিক্ত মেকআপের সাথে ব্যবহার করা সীসা একসময় তার জীবন কেড়ে নেয়। এছাড়াও তিনি প্রতিনিয়ত মেকআপ এর পর ডিমের খোসা, অ্যালাম আর পারদের মিশ্রণ ব্যবহার করতেন যা বিষক্রিয়া ঘটাতে শুরু করেছিলো।

আরও পড়ুনঃ আমাদের শরীরে লাল আটার কার্যকারিতা! খাদ্যতালিকা থেকে পুষ্টি বাদ দিয়ে দিচ্ছেন না তো দেখে নিন

পারদ ও সীসার প্রভাবে চুল পরে যাওয়া, ত্বকের ক্ষতি, দৃষ্টিশক্তির ক্ষতি, স্মৃতিভংশ হওয়া নানান লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত হয়েছিল। কিন্তু সেই সময় এই সমস্ত রোগ বা লক্ষণ সম্পর্কে কেউ অবগত ছিলেননা তাই শেষমেষ রানী প্রথম এলিজাবেথ ১৬০৩ খ্রিস্টাব্দে মারা যান। প্রায় চার দশক ধরে তিনি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের শাসক ছিলেন।

রানী প্রথম এলিজাবেথের এই অতিরিক্ত মেকআপ ঘিরে রয়েছে এক কাহিনী। যার সত্যতা আজও জানা যায়নি। ২০১৩ সালে  এক মার্কিন লেখক স্টিভ বেরি তার লেখনীতে দাবি করেছিলেন রানী প্রথম এলিজাবেথ ছিলেন আসলে একজন পুরুষ। আসল রানী এলিজাবেথ নাকি কিশোরী বয়সেই মারা গিয়েছিলেন। তারপর তখন থেকে গ্রামের এক যুবককে অতিরিক্ত মেকআপের আড়ালে রানী সাজিয়ে রাখা হয়ছিল। আর এটাই নাকি ছিল তার অতিরিক্ত মেকআপের মূল কারণ। কটসওল্ডেও এমনই লোককথা শোনা যায় আসল এলিজাবেথ কিশোরী বয়সেই প্লেগে আক্রান্ত হয়ে মারা যান তারপর থেকে অষ্টম হেনরির দুই কর্মচারী রানীর মেকআপের আড়ালে জড়িয়ে ওই যুবককে সামনে রাখতেন শাসনভার সামলাতে।

× close ad