Ishti Kutum Pair : মনে পড়ে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয় কমলিকা এবং অর্চির জুটিকে? কমলিকা আর অর্চি একে অপরকে খুবই ভালোবাসত, কিন্তু তাদের ভালোবাসার মাঝে চলে এল নতুন একটি মেয়ে, আর তার ফলে তাদের জীবনটা ওলটপালট হয়ে গেল। অর্চিকে ফিরে পাবার জন্য কমলিকা হয়ে উঠেছিল খলনায়িকা। এই কাহিনী প্রায় কমবেশি সকলেরই জানা। এই কাহিনীর দেখা মিলেছিল স্টার জলসার ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum) ধারাবাহিকে। ২৪ অক্টোবর ২০১১ সালে ধারাবাহিকটি শুরু হয়েছিল।
আর সমাপ্ত হয় ১৩ ডিসেম্বর ২০১৫ সালে। প্রায় ৪ বছর রমরমিয়ে ধারাবাহিকটি সম্প্রচার হয়েছিল। ধারাবাহিকের কাহিনী সকলের মনে আজও রয়েছে। কাহিনী রয়ে গেলেও এই জুটির দেখা মেলেনি। কমলিকা চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) আর অর্চির চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। কবে আবার দেখা মিলবে? তার অপেক্ষায় ছিলেন সকলে। খুব শীঘ্রই দেখা মিলবে এই জুটির।
স্টার প্লাসে (Star Plus) আসছে নতুন ধারাবাহিক ‘ঝনক’ (Jhanak)। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) রয়েছেন ধারাবাহিকের কাহিনীর দায়িত্বে। প্রথমদিকে যখন ধারাবাহিক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল, তখন সবাই ভেবেছিলেন ইষ্টিকুটুম ধারাবাহিকের নকল আসছে। কিন্তু পরে যখন চিত্রনাট্য শোনা গেল তখন দেখা গেল উল্টো। ধারাবাহিকের কাহিনী একেবারেই আলাদা। আর এখানেই দেখা মিলবে অঙ্কিতার। অঙ্কিতাকে দেখা যাবে স্পেশাল চাইল্ডের চরিত্রে।
আর ঋষি কৌশিককে দেখা যাবে ভিলেনের চরিত্রে। তাঁর চরিত্রের নাম তেজশ কুমার। অনেক বছর পর একসাথে পর্দায় ফিরেছেন। হয়ত জুটি হিসেবে দেখা যাবেনা , কিন্তু তাদের দেখে অনেকেই ইষ্টিকুটুমের নস্টালজিয়ায় ভাসবেন, তা আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথে ১০ বছর বন্ধুত্বের পর প্রান্তিককে বিয়ে করেছেন অঙ্কিতা। এবছর ১ জানুয়ারী তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন হল।
কর্মসূত্রে প্রান্তিক থাকেন কলকাতায় আর অঙ্কিতা থাকেন মুম্বাইয়ে। এইভাবেই তাদের সংসার অতিবাহিত হচ্ছে। দুজনে এইভাবেই ভালো আছেন। অঙ্কিতাকে শেষ দেখা গিয়েছিল কালার্স বাংলায় ‘ইন্দ্রানী’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায়। তারপর এই ধারাবাহিকে অভিনয় করবেন। অন্যদিকে ঋষি কৌশিককে দেখা গিয়েছিল কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে। মাঝে কয়েক দিন বিরতি নেওয়ার পর উড়ে গিয়েছেন মুম্বাইয়ে।