Chumki Chowdhury : টলি ইন্ডাস্ট্রিতে যতই নতুন নতুন অভিনেত্রী থাকুক না কেন, এখনো মানুষ স্বর্ণযুগের মানুষদের ভুলতে পারেননি। তাই তো মানুষ এত ভিড়েও তাদের খোঁজেন। এত ভিড়েও তাদের মনে রাখেন। এমনই এক স্বর্ণযুগের মানুষ টিভির পর্দায় আসছেন নতুন ধারাবাহিক নিয়ে। একসময় ছিলেন নায়িকা কিন্তু এখন দেখা যাবে শাশুড়ি মায়ের চরিত্রে। সেই অভিনেত্রী হলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)।
বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর কন্যা। অভিনয় করেছেন বিখ্যাত সব সিনেমায়। ‘মেজো বউ’,’হীরক জয়ন্তী’, ‘গীত সংগীত’, ‘লোফার’, ‘সন্তান’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমা গুলো আজও মানুষের মনে রয়ে গেছে এখনো। বাবার পরিচালিত ছবিতেই তাঁকে দেখা যেত, আর অন্য কোনো পরিচালকের ছবিতে দেখা যায়নি।
তবে এখন সময় বদলেছে। এখন স্বর্ণযুগের অভিনেত্রীরা অনেকেই বড় পর্দায় অভিনয় করছেন। চুমকি চৌধুরী কিন্তু করেননি। বরং ছোটোপর্দাতেই বেশ কিছু কাজ করেছেন। দু বছর আগে তাঁকে দেখা গিয়েছিল টিভির পর্দায়। শেষ ধারাবাহিক ‘গঙ্গারাম’। মাঝে ছিল কিছুদিনের বিরতি, তারপর আবার ফিরছেন সান বাংলার (Sun Bangla) নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’ (Dwitiya Basanta)। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো সামনে চলে এসেছে।
প্রোমোতে দেখা যাচ্ছে, বৌমার জন্য শাশুড়ি নতুন পাত্র খুঁজছেন। ছেলে অন্য কাউকে বিয়ে করেছে, কিন্তু বৌমা তাদের সাথেই রয়েছেন, সঙ্গে রয়েছে দুই ননদ । সব মিলিয়ে ভরপুর সংসার। এখানে শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন চুমকি চৌধুরী। আর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহিনী গুহ রায়। সবসময় আমরা দেখেছি শাশুড়ি বৌমার সম্পর্ক সাপ আর নেউল।
কিন্তু এখানে একেবারেই উল্টো। এই সুন্দর একটা ধারাবাহিক দেখার জন্য সকলেই উদগ্রীব। এই চরিত্র প্রসঙ্গে চুমকি চৌধুরী বলেন, ‘ আমি এতদিন এরকমই একটা চরিত্রের অপেক্ষায় ছিলাম। এই চরিত্রটি খুবই ইতিবাচক। পর্দার খারাপ শাশুড়ি হতে আমি কখনো চাইনি। আর তাই এরকম একটা চরিত্রের সুযোগ আসতেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম।’