Icche Putul : প্রথমদিকে টিআরপি তালিকায় সেভাবে জায়গা করে নিতে না পারলেও বর্তমানে টিআরপি তালিকায় জায়গা করে নিয়ে নিজেদেরকে জনপ্রিয় হওয়ার তালিকায় রেখেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিক। কয়েক মাস হল ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। দুই বোনের মধ্যে নেই কোনো মিল। মেঘের দিদিই মেঘের জীবনের প্রধান খল চরিত্র। আর তার সাথে হাত মিলিয়েছে রূপ।
আবারও নতুন করে ক্ষতি করতে উদ্যত। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনই রূপ মেঘের ক্ষতি করতে সদা তৎপর ছিল। বর্তমানে আরও হিংস্র হয়ে উঠেছে। কারণ রূপের ওই মুখোশ সকলের সামনে খুলে দিয়েছে মেঘ। শুধু তাই নয়, সে তাকে পুলিশের হাতেও তুলে দিয়েছে। স্বাভাবিক ভাবেই রূপ মেঘের উপর ক্রুদ্ধ।
বর্তমানে রূপ জেল থেকে ছাড়া পেয়েছে, আর জেল থেকে বেড়িয়ে এবার মেঘের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। প্রথমে তো ফোন করে নোংরা নোংরা ভাষায় মেঘের সাথে কথা বলে। মেঘ বুঝতে পারে এটা রূপের গলা। মেঘ ভয় পায়না। আর তাই এবার নতুন পরিকল্পনা করে সে। তার সঙ্গী হয়েছে মেঘের দিদি ময়ূরী।
এদিনের পর্বে দেখতে পাওয়া যায়, মেঘ নিজের ঘরে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যেই খুব ভয়ংকর একটা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বিছানা ছেড়ে জানালা খুলে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই একজন ভয়ংকর মুখোশ পড়া লোক মেঘকে জড়িয়ে ধরে, আরও অনেক নোংরা ভাষায় কথা বলে। মেঘ ভয় পেয়ে চিৎকার করে। সঙ্গে সঙ্গে মেঘের বাপি ছুটে আসে।
অন্যদিকে দেখা যায় রূপকে বেরোতে সাহায্য করছে ময়ূরী। রূপ বেড়িয়ে যাওয়ার পর সেও মেঘের ঘরে প্রবেশ করে । মেঘ বলে তার ঘরে রূপ এসেছিল। ময়ূরী ভয় পেয়ে যায়, ময়ূরী ভাবে মেঘ সব জেনে গেছে। মেঘের সন্দেহ হয় ময়ূরীকে। ময়ূরী এর পিছনে দায়ী। ময়ূরী নিজেকে নির্দোষ প্রমাণ করে। অন্যদিকে রূপকে আবার থানায় জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু প্রমাণ না থাকায় রূপ আবারও ছাড়া পেয়ে যায়।