Titiksha Das aka Megh : জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকটিতে এখন বেশ জমজমাট পর্ব চলছে, সেটা হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। তিতিক্ষা দাস (Titiksha Das), শ্বেতা মিশ্র এবং মৈনাক ব্যানার্জী নির্মিত এই ধারাবাহিকটি প্রথম দিকে তেমন টিআরপি দিতে পারেনি, কিন্তু বর্তমানে বেশ টিআরপি দিচ্ছে ধারাবাহিক। বর্তমানে টিআরপির স্থান রয়েছে নবমে। কিন্তু প্রথম দিকে কেন টিআরপি দেয়নি? এর উত্তর দিলেন তিতিক্ষা দাস।
তিতিক্ষাকে দেখা যাচ্ছে মেঘের চরিত্রে। এখানে মেঘের চরিত্রকে দেখানো হয়েছে, খুবই শান্ত-শিষ্ট, সরল। অনেক ধৈর্যশীল। অনেক কষ্ট সহ্য করে নীলদের বাড়ি ছিল। সাত চড়ে রা কারেনা। তবে প্রয়োজনে নিজের অস্ত্রটাও ধরতে পারে। আর তেমনটাই দেখা যাচ্ছে এখন। প্রবল আত্মমর্যাদা সম্পন্ন একজন মেয়ে। বাস্তবে কি ঠিক এমনটাই ধৈর্যশীল এমন শান্ত?
এক সাক্ষাৎকারে অভিনেত্রী উত্তর দেন, ‘বাস্তবে আমি একেবারেই এমনটা নয়। আমার অত ধৈর্য নেই। বাস্তবে যদি এরকমটা আমার সাথে হত। তাহলে আমি থাকতামই না অনেক আগেই সব ছেড়ে চলে আসতাম। মেঘ অনেক বেশি সহ্য করেছে।’ পাশাপাশি টিআরপি নিয়েও তিতিক্ষাকে জিজ্ঞাসা করা হয়। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকরা শাশুড়ি বৌমার ঝগড়া দেখতেই পছন্দ করেন।
ওটাই বেশি টিআরপি দেয়। তবে এখন শাশুড়ি ভালো হয়েছে, কিন্তু বৌমা এখন অন্যদিকে বেঁকে বসেছে। বৌমা কবে আবার সব রাগ ভুলে শাশুড়ির কাছে যায় সেটাই এখন দেখার’। অন্যদিকে টিভির পর্দায় মেঘের প্রতি যতটা বিরূপ মেঘের শাশুড়ি, বাস্তবে ততটাই নমনীয়, স্নেহশীলা। নেই কোনো অহংকারবোধ। মেঘের শাশুড়ি মীনাক্ষীর চরিত্রে অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা (Swasati Guhathakurta)।
যদিও বর্তমানে নরম হয়েছেন মীনাক্ষী। আগে মীনাক্ষী মেঘকে একদম সহ্য করতে পারতেন না। কিন্তু এখন সেই মেঘকেই কাছে ডাকছেন। বাস্তবে কি সত্যিই শাশ্বতী এমন? এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘ধারাবাহিকে মীনাক্ষীকে দাম্ভিক দেখালেও বাস্তবে শাশ্বতী তেমন নন। মীনাক্ষী এখানে একগুঁয়ে একজন মানুষ। সে যেটা ঠিক মনে করে সেটাই ঠিক। বাস্তবে শাশ্বতী অতটাও রাগী নন।’