‘আমি আর মেঘের ক্ষতি………’, নতুন করে পুলিশি খপ্পরে পড়তেই ময়ূরীকে উল্টো চাপ রূপের!

Icche Putul : মেঘ আর ময়ূরী দুই বোনের কাহিনী নিয়ে তৈরী হয়েছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিক শুরু

Saranna

icche putul serial rup quit from mayuri's conspiracy

Icche Putul : মেঘ আর ময়ূরী দুই বোনের কাহিনী নিয়ে তৈরী হয়েছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিক শুরু থেকেই বেশ প্রশংসা পেয়েছে। প্রথমদিকে টিআরপি তালিকায় নিজেদের স্থান দিতে না পারলেও, বর্তমানে বেশ ভালোই টিআরপি দিচ্ছে। ধারাবাহিকের প্রত্যেকটা পরতে পরতে রয়েছে সুন্দর সুন্দর চমকানো এপিসোড।

পুলিশের ভয়ে ভোল পালটে ফেলেছে রূপ, আর সে মেঘের ক্ষতি করবে না। ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে, নীলদের পাড়ায় দুর্গাপূজা হচ্ছে, সেই পুজোর অনুষ্ঠানে মেঘ গান গাইতে যায়। সাথে যায় জিষ্ণু। বেশ ভালোই গান করে মেঘ, সকলেই তার গানে মুগ্ধ। গান শেষ হওয়ার পর মেঘ ঠাম্মির অনুরোধে নীলদের বাড়ি যায়। ঠাম্মি বারবার তাকে বলে ফিরে আসার জন্য।

icche putul serial rup quit from mayuri's conspiracy against megh

কিন্তু সে মুখের উপর না করে দিয়ে ফিরে আসে। বাড়ি ফিরে বিছানায় শুয়ে মুখ গুজে কাঁদতে থাকে। নিজের বুকে পাথর চেপে মেঘ ওই বাড়ি থেকে চলে আসে। ঠাম্মিকে কখনোই সে কষ্ট দিতে চায়নি। ঠাম্মির অনুরোধ করা কথাগুলো নিজের মনে ভাবতে থাকে। কি করবে? কি সিদ্ধান্ত নেবে কোনো কূল কিনারা খুঁজে পায়না।

অন্যদিকে ময়ূরী ব্যস্ত ময়ূরীর কাজে। মেঘ কোনো কাজে সফল হবে, সেটা ময়ূরী একেবারেই চায়না । কিন্তু মেঘ তো সফল হল , পাড়ার অনুষ্ঠানে গান গাইল নির্বিঘ্নে। এটাতেই মেঘের অসুবিধা। আর তাই সে রূপকে আড়ালে ডাকে। ময়ূরী বলে, ‘খুব তো বড় বড় কথা বললে, মেঘ আর জিষ্ণুকে গান গাইতে দেবে না।

icche putul serial rup quit from mayuri's plan against megh

এমন প্রবলেম ক্রিয়েট করবে, স্টেজ থেকে নামিয়ে দেবে। কিছুই তো হল না। মেঘ আর জিষ্ণু ভালো করে গান গেয়ে চলে গেল তুমি কি করলে?’ রূপ জানায়, ‘আমি একটা রিস্ক নিয়েছিলাম মেঘকে ভয় দেখানোর। ঠিক আন্দাজ করে মেঘ আমাকে থানা অবধি নিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো রিস্ক নেব না। এখন আমি ধরা পড়লে আমার জীবন শেষ হয়ে যাবে’।

× close ad