ছোটপর্দার ‘উচ্ছেবাবু’ আবারও বড়পর্দায়, নতুন ছবিতে আদৃত সঙ্গিনী এই নায়িকা! রইল বিস্তারিত

Adrit Roy-Mithai : জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বটে, তা সত্ত্বেও ধারাবাহিকের কাস্টদের দর্শকরা এখনো মনে রেখেছে। আর তাই তো

Saranna

adrit roy's next film heroin is actress munmun roy

Adrit Roy-Mithai : জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বটে, তা সত্ত্বেও ধারাবাহিকের কাস্টদের দর্শকরা এখনো মনে রেখেছে। আর তাই তো সৌমিতৃষা কুন্ডুর এত বড় সাফল্যর পর সবাই খুঁজছেন আদৃত রায়(Adrit Roy)কে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল আদৃত রায় ফিরছেন পর্দায়। সেটা ছোটো পর্দা নয়, বড় পর্দাতেই ফিরছেন। সাথে রয়েছেন এক নতুন অভিনেত্রী। সেই অভিনেত্রী সম্পর্কে অনেকেই বিস্তারিত কিছু জানেন না। জেনে নিন বিস্তারিত।

এসভিএফ এর পরিচালনায় আসছে নতুন ছবি ‘পাগল প্রেমী’ (Pagol Premi)। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ। এই ছবির কিছু ক্লিপিংস সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে আদৃতকে একজন পাগল প্রেমিকের ভূমিকায়। প্রেমিকার লুকও প্রকাশ্যে এসেছিল। কিন্তু তিনি কে? কি তার আসল পরিচয় তা জানা যায়নি। এবার সেই খবর এল প্রকাশ্যে।

adrit roy's next film pagol premi heroin is actress munmun roy

নতুন ছবিতে আদৃতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মুনমুন রায়(Mummun Roy)কে। তিনি মডেলিং পেশার সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় রয়েছে প্রচুর ফ্যান ফলোয়ার। এক জনপ্রিয় গয়না বিপনীর মুখ তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে একটি ছোটো চরিত্রে দেখা মিলেছিল মুনমুনের। এখন দেখার , মানুষকে কতটা আকৃষ্ট করতে পারে এই জুটি।

উল্লেখ্য, পাগল প্রেমীতে আদৃতের চরিত্রের নাম জয়। একেবারে অন্য লুকে আবির্ভাব হয়েছেন তিনি। যে ভিডিও প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছে, জয় তার প্রাক্তনকে জড়িয়ে ধরেছে কিছুতেই ছাড়ছেনা। প্রাক্তনকে বলছে, তুই কি খেতে ভালোবাসিস ইটালিয়ান নাকি চাইনিজ। তারপর দেখা যাচ্ছে কিছু ঘাসের পাতা তুলে নিয়ে এসে প্রেমিকার সামনে ধরছে বলছে ঘাস খা।

সকলেই তাকে সরে যেতে বলছে। কিন্তু সে কিছুতেই কথা শোনেনি। প্রেমিকাও জানিয়ে দেয়, সে মুভ অন করে দিয়েছে। কিন্তু কে শোনে কার কথা। জয় তাকে আকড়ে রাখতেই ব্যস্ত। সকলেই এই ছবির জন্য বেশ উদগ্রীব । আদৃত অনুরাগীরা দিন গুনছেন ছবিটা দেখার জন্য। দেখা যাক বক্স অফিস কতটা মাতাতে পারে।

× close ad