লক্ষীবারে ঘর আলো করে রাজকন্যার আগমন, জেনে নিন রাজ-শুভশ্রীর মেয়ের নামের প্রকৃত অর্থ!

Raj-Subhashree : টলিপাড়ায় (Tollywood) এখন চলছে সুখবরের বন্যা। চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে নতুন দাম্পত্য জীবন। আর তার সাথে সাথেই রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিবারে চলে

Saranna

what is the name meaning of raj and subhasree's new born daughter

Raj-Subhashree : টলিপাড়ায় (Tollywood) এখন চলছে সুখবরের বন্যা। চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে নতুন দাম্পত্য জীবন। আর তার সাথে সাথেই রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিবারে চলে এল সুখবর। লক্ষীবারেই শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly) দিলেন লক্ষীর জন্ম। গৃহে রয়েছে কার্তিক, আবার ঘরে আনলেন লক্ষী। যখন থেকে তিনি প্রেগন্যান্ট ছিলেন, তখন থেকেই চেয়েছিলেন একটা মেয়ে হোক। আর সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। সেই লক্ষীর কী নাম রাখলেন জানেন কী? জেনে নিন।

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রী জন্ম দেন দ্বিতীয় সন্তানের। সেই সন্তান যে কন্যা সন্তান। তা জানিয়েছিলেন রাজ। তার সাথে সাথেই জানিয়ে দিয়েছিলেন মেয়ের নাম ইয়ালিনী চক্রবর্তী (Yaalini Chakraborty)। সকলেই তাঁর এই পোস্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা জানানোর তালিকায় ছিলেন মৌনি রায়, সৌরভ দাস, মনামী ঘোষ, আকৃতি কক্কর, পূজা বন্দ্যোপাধ্যায়, সায়নী গুপ্ত সহ আরও অনেক জনপ্রিয় তারকারা।

what is the name meaning of raj and subhasree's new born baby

শুধু তারকারা নয়, সাধারণ মানুষরাও জানিয়েছেন শুভেচ্ছা। জন্মের আগেই রাজশ্রী বোধহয় ভেবে রেখেছিলেন কি নাম রাখবেন। যেদিন জন্ম নিল, সেদিনই এক ছকভাঙা আলাদা নাম রাখলেন। এই নাম কখনো কারোর মুখে শোনা যায়নি। ছেলের যেমন আনকোরা নাম রেখেছিলেন, ছেলে ইউভানের সাথে মিলিয়ে মেয়েরও তেমনই একটা নাম রাখলেন। মেয়ের নাম হল ইয়ালিনী।

এই শব্দটি কোনো বাংলা শব্দ নয়, এটা একটি তামিল শব্দ। এটি মা সরস্বতীর আর এক নাম। এছাড়াও এর আর এক অর্থ হল সংগীত। সন্তানের নামকরণের ক্ষেত্রে শুভশ্রী সবসময়ই হিন্দুশাস্ত্রকে মান্যতা দিয়েছেন, আর এবারেও তার অন্যথা হয়নি। উল্লেখ্য, শুভশ্রী প্রথম থেকেই চেয়েছিলেন তাঁর কন্যাসন্তান হোক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘ঈশ্বর প্রতিমুহূর্তে নারী সৃষ্টি করছেন।

আমার তার কাছে অল্পই চাওয়া, আমি যেন এবার একটা কন্যা সন্তানের জন্ম দিই’। আর ঠিক সেই ইচ্ছাটাই পূরণ হল অভিনেত্রীর। এতদিন ধরে ইউভানই ছিল তাদের পৃথিবী। ইউভানের প্রত্যেকটি মুভমেন্ট তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। সে প্রত্যেকটা পদক্ষেপে কি কি করছে সবটাই ভাইরাল হত। ইয়ালিনীর ক্ষেত্রেও কি সেরকমই হবে? এর উত্তর দেবে সময়।

× close ad