পার্শ্ব চরিত্র দিয়ে অভিনয় শুরু করে দুই চ্যানেলের মুখ্য অভিনেত্রী মেঘ-দীপা! জেনে নিন সেই সিরিয়ালের নাম

Swastika-Titiksha : দুই চ্যানেলের জনপ্রিয় নায়িকা মেঘ-দীপা একসময় কাজ করেছে একই সিরিয়ালে

Saranna

swastika and titiksha togethar done a serial before

Swastika-Titiksha : কার ভাগ্য যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ বলতে পারেনা। অনেক তাবড় তাবড় অভিনেত্রী রয়েছেন। যাদের শুরুটা কোনো একটা সাইড রোল দিয়ে হয়েছিল। কিন্তু আজ তারাই সময়ের প্রেক্ষিতে, বাংলা ধারাবাহিকে (Bengali Serial) চরিত্রের বিবর্তনে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এখন আর তাদের পিছনে  ফিরে তাকাতে হয় না। তারা এখন খ্যাতির শীর্ষে। সেই রকমই দুজন অভিনেত্রী হলেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) আর তিতিক্ষা দাস (Titiksha Das)

এই নামে অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। স্বস্তিকাকে আমরা এখন দেখতে পাচ্ছি স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) তে দীপার চরিত্রে। আর তিতিক্ষা জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালের মধ্যে দিয়ে মেঘ হিসাবে সকলের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। দীপা চরিত্রটা সকলকে এতটাই আকৃষ্ট করেছে যে, স্বস্তিকার বদলে সকলে দীপা নামেই চেনেন। এই স্বস্তিকার শুরুতেই কি মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছিলেন? না পাননি।

netizen amazed to see icche putul serial megh

ছোটো চরিত্র থেকে ধীরে ধীরে আজ এই জায়গায় তিনি পৌঁছেছেন। একটা সময় তাঁকে অভিনয় করতে দেখা গেছে, জি বাংলারই এক জনপ্রিয় অভিনেত্রীর সাইড রোলে অভিনয় করেছেন। বর্তমানে জি বাংলার একটি চর্চিত তম ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র মেঘ। সেই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস।

আরও পড়ুনঃ দুজনেরই আত্মসম্মান আগে, তবুও দীপার থেকে মেঘ বেস্ট, দুই নায়িকাকে ঘিরে দ্বন্ধ অনুরাগীদের মধ্যে!

ইচ্ছে পুতুলের আগে তিতিক্ষা অভিনয় করেছিলেন কালার্স বাংলার (Colors Bangla) ‘দত্ত অ্যান্ড বউমা’ (Dutta And Bouma) ধারাবাহিকে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিতিক্ষা। আর এখানেই তিতিক্ষার ননদের চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা। সম্ভবত এই ধারাবাহিকের পরই অনুরাগের ছোঁয়াতে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এই সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।

deepa find the actual truth behind mishka's pregnency in anurager chowa serial

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির মেয়ে স্বস্তিকা। ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয় যাত্রা। প্রথম দিকে রায়দিঘি থেকেই যাতায়াত করতেন। এমনকি অনেক সময় এমনও দিন গেছে যে স্টেশনে রাত কাটাতে হয়েছে। তবে এখন সুদিন ফিরে এসেছে। এখন টালিগঞ্জে থাকেন। তিনি একটা গাড়িও কিনেছেন। আবার প্রমাণিত কষ্ট করলে কেষ্ট মেলে। স্বস্তিকা একসময় কঠিন লড়াই করেছিলেন বলেই আজ এই জায়গায় এসে পৌঁছেছেন।

× close ad