Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের টিআরপি কমলেও জনপ্রিয়তা কমেনি। এখনো মানুষ সূর্য-দীপাকে ভোলেননি। একটা সময় ছিল দর্শকদের হার্টথ্রব হিরো ছিল সূর্য। তাঁর সাথে দীপার প্রত্যেকটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন দর্শকরা। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সূর্য এখন সবার কাছে ভিলেনে পরিণত হয়েছে। এখন তারা সূর্যর পাশে আর দীপাকে দেখতে চাইছেন না।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, সূর্য দীপাকে বোঝেনা। এখন আবারও সে মিশকার কথাতেই উঠছে বসছে। মিশকা যা বলছে সেটাই ঠিক, আর দীপা ভুল। এই করতে করতে আবারও তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। সোনা-রূপাকে নিয়ে টানাটানি চলছে। দুজনেই উকিল ঠিক করেছে, যে কেসে জিতবে সেই সোনা-রূপাকে পাবে।
সূর্যর এরূপ ব্যবহার দেখে দর্শকরা বিরক্ত হচ্ছেন। অনেকেই বলছেন, ভিলেনকে নায়ক বানালে এটাই হয়। এত সব সুপুরুষ সুন্দর সব চরিত্রের আনাগোনা চলছে, আর তাদের বাদ দিয়ে এই ভিলেন চরিত্রকে দীপার নায়ক বানানো হয়েছে। সূর্য একজন অহংকারী স্বার্থপর মানুষ। দীপার ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় সূর্য।
যে দর্শকরা এতদিন চাইতেন দীপা আর সূর্য এক হোক, এমনকি নির্মাতাদের বারবার অনুরোধ জানিয়েছিলেন। সূর্য দীপাকে একসাথে দেখতে চায়। আর যদি সূর্য দীপা এক না হয়, তাহলে ধারাবাহিক দেখব না। আজ তারাই বলছেন তারা দীপার পাশে সূর্যকে দেখতে চাননা, দীপার পাশে অর্জুনকে দেখতে চান। আবার অনেকে এও দাবি করেছেন, অনুরাগের ছোঁয়াকে এক্কাদোক্কা বা আলতা ফড়িং এর মতো করা হোক।
এক্কাদোক্কা বা আলতা ফড়িংয়ে যেমন দেখা গিয়েছিল নায়ক পার্শ্ব চরিত্র হয়ে গিয়েছিল। আর পার্শ্ব চরিত্র নায়ক হয়ে গিয়েছিল। ঠিক তেমনটাই চাইছেন দর্শকরা। কারণ অর্জুনের সাথে দীপার ভালো বন্ডিং। সূর্যর থেকে দীপা অর্জুনকে ভালো বোঝে। সূর্য জীবনের প্রতিটা পদে পদে এত ভুল করেছে, তা সত্ত্বেও সূর্য দীপাকে অপমান করতে ভুলছে না। এখন দেখার নির্মাতারা কি করেন।