Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) টিআরপি টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়াল এতদিন টপার হয়ে এলেও আবার কমছে তার জনপ্রিয়তা। সূর্য-দীপা এক হলেও গল্পে এমন বদল এসেছে যা পছন্দ হয়নি অধিকাংশ দর্শকেরই। মিশকা সূর্যর সন্তানের মা হওয়ার পর থেকেই সে সূর্যকে ব্যবহার করে, সূর্যর অনুভূতি কাজে লাগিয়ে দীপা আর সূর্যর ডিভোর্সটা করিয়ে নেয়।
তবে শুধু এখানেই শেষ নয় এবার মিশকা দীপার থেকে তার মেয়েদেরকেও আলাদা করে দিতে চায়। তাই সূর্যকে মেয়েদের কাস্টাডি নিয়ে উস্কে দেয়। বর্তমানে আবার সূর্য আর দীপা মুখোমুখি লড়াইয়ে নেমেছে। সেদিন মিশকাকে সূর্যর বিছানায় দেখে দীপার সমস্ত ধৈর্য সীমা পার করেছে। সূর্যর প্রতি দীপার বিশ্বাসও টলেছে। যদিও সেই ঘটনা সম্পর্কে সূর্য এখনও অজ্ঞাত।
কিন্তু দীপা মনস্থির করে নিয়েছে সে মেয়েদের নিয়ে একা বাঁচবে। সূর্যর কাছে আর কোনোভাবেই সে ফিরে যাবেনা। আর না তো মেয়েদেরকে ফিরতে দেবে সেনগুপ্ত পরিবারের বিষাক্ত পরিবেশে। কিন্তু সূর্য টাকার অহংকার দেখিয়ে মেয়েদের কাস্টাডি নিতে মরিয়া হয়ে উঠেছে। সেটেলমেন্টের নামে যখন সূর্য দীপাকে তার আর্থিক অক্ষমতা বোঝানোর চেষ্টায় ছিল।
তখন দীপা তাকে সরাসরি জবাব দেয় সে নিজেই তার মেয়েদের সমস্ত রকম দ্বায়িত্ব পালন করবে। সেখানে সে সূর্যর কোনোরকম যোগদান চায়না। কিন্তু সূর্যর উকিল দীপাকে প্যাঁচে ফেলতে মিশকার বাবার সাথে হাত মিলিয়েছে তা আগেই দেখেছেন দর্শক। এবার তিনি দীপার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে থাকেন। প্রমান হিসাবে দীপা আর অর্জুনের ছবিও দেখান তিনি। কিন্তু সূর্য আর ভুল না বুঝে সে ছবি গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।
আর তার উকিলকে বলে সে চায়না দীপার নাম কোনোরকম কলঙ্ক শুনতে। সে শুধুই নিজের কাস্টাডি চায়। দীপা সূর্যকে মুখোমুখি চ্যালেঞ্জ জানায় আগামী সাত দিনের মধ্যে সে আগে মেয়েদের স্কুলের টাকা মেটাবে নিজেকে যোগ্য মা প্রমান করবে তবেই কেস লড়বে। কিন্তু সূর্যর কথা অনুযায়ী টাকার অঙ্কটা ৫ লক্ষ। তাই এবার দেখার দীপা কি সত্যি পারবে জিততে?