Kothha Serial : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির কিছু অভিনেতা অভিনেত্রী বড় পর্দা থেকে ছোট পর্দা সবখানেই সমান তালে কাজ করে যান। কিছু তারকা এমন আছেন যারা ছোটপর্দা থেকে বড় পর্দায় বেশ খ্যাতি অর্জনের পরও আবার ছোটপর্দায় ফিরে আসেন। এমন অভিনেতার তালিকা নেহাত ছোট নয়। তবে এবার অভিনেত্রী মনামী ঘোষ (Manami Ghosh) দীর্ঘ ৪ বছর পর ছোটপর্দার হাত ধরে ফিরছেন। স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘কথা’ (Kothha) ধারাবাহিকে।
সম্প্রতি টিভির পর্দায় এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম ‘কথা’ (Kothha)। ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে গোবরডাঙার মধ্যবিত্ত পরিবারের মেয়ে হল কথা। সে নানারকম গাছ ভালোবাসে। গাছের যত্ন নিতেই তার সময় চলে যায়। বিয়েতে তার মত নেই। তার কাছে পুরুষ মানেই বিশ্বাসঘাতক। মেয়ের মুখে একথা শুনে কথার মা বাবা ভীষণ চিন্তিত। অন্যদিকে কড়া শাসন আর আভিজাত্যে মোড়া বাড়ির ছেলে ধারাবাহিকের নায়ক। সে পরিবারের কোনো নিয়মের ধার ধারেনা। সে একজন শেফ।
বাড়ির পুজোতে তার কোনো মাথাব্যথা নেই। বরং রান্না করাটাই তার আবেগ। তাকে করমচা আনতে বলেন তার দাদু, কিন্তু সে চেনেই না করমচা। আর তখনই কথা করমচা গাছ নিয়ে গুহ বাড়িতে প্রবেশ করে। আসা মাত্রই ধাক্কা লাগে নায়কের সাথে। নায়ক গোবর দেবী বলে সম্বোধন করে। তেল আর জল কখনোই একসাথে মেশেনা। এই ধারাবাহিকের যিনি নায়ক তিনি হলেন সাহেব ভট্টাচার্য। সাহেবও বড় পর্দার মানুষ।
সাহেব ছাড়াও এই ধারাবাহিকে আরও এক বড় পর্দার মানুষ এন্ট্রি নিতে চলেছেন, তিনি হলেন মনামী ঘোষ। ৪ বছর পর ফিরছেন ছোটো পর্দায়। শেষবার দেখা গিয়েছিল ২০২০ তে স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’ তে । এরপর তাঁর দেখা মিলেছিল ওয়েব সিরিজে। তারপর আবার ছোটো পর্দায় ফিরেছেন।
সাম্প্রতিক যে প্রোমো ভিডিও প্রকাশ পায়, তাতেই অভিনেত্রীর দেখা মিলেছে। নতুন প্রোমোতে দেখা গেছে, নায়কের হাতের রান্না খেতে রেস্টুরেন্টে হাজির হয়। কিন্তু সেই খাবারে খাবারের গন্ধর থেকে তিনি পান গোবরের গন্ধ। এতটুকুই ছিল প্রোমোর গল্প। এখন দেখার মনামী ঘোষের চরিত্রটা কীরূপ হয়।