Icche Putul : জি বাংলার (Zee Bangla) একটি অতিপরিচিত ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হল মেঘ। এই মেঘের জীবনে এখন ঘোর বিপদ। তার জীবনে বিপদকে আগমন জানিয়েছেন তার দিদি ময়ূরী । আর সেই বিপদ থেকে মেঘকে বাঁচাতে মেঘের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে নীল। শুধু নীল নয়, মেঘের পাশে দাঁড়িয়েছে গিনি।
ধারাবাহিক যারা দেখেন তারা জানেনই মেঘের জীবন ক্ষতবিক্ষত করে তুলতে রূপ আর ময়ূরী একসাথে হাত মিলিয়েছে। মেঘকে সবার চোখে ছোটো করার এই পরিকল্পনা সার্থক হয়েছে। মেঘ এবং মেঘের বাবা-মাকে বাড়ি বয়ে অপমান করে পাড়ার লোকেরা। তারা বলতে থাকে, আপনাদের মেয়ে গান গাইতে যাওয়ার নামে এমন বাজে কাজ করবে কেউ ভাবতেই পারছি না।
আপনারা সেই মেয়েকে মাথায় তুলে নাচছেন, আমাদের মেয়ে হলে বাড়ি থেকে বার করে দিতাম।পাড়ার লোকেদের এই কথা শুনে মেঘ প্রচন্ড ভাবে ভেঙে পড়ে। কাঁদতে থাকে, তার মনে সংশয় হতে থাকে, আর কোনোদিন গান গাইতে পারবে কিনা । এমনকি বাবার মান সম্মান নিয়েও ভাবতে থাকে। এই সব পরিস্থিতি দেখে ময়ূরী খুবই আনন্দিত হয়।
অন্যদিকে সাংবাদিকরা মেঘের কেচ্ছার কথা রসালো ভাবে খবরের কাগজে ছাপায়। খবরের কাগজ পড়ে নীল মেঘকেই ভুল বুঝতে পারে। কিন্তু গিনি নীলকে বোঝায়, সে যেন আর মেঘকে ভুল না বোঝে। মেঘের পাশে গিয়ে দাঁড়াতে বলে আর বোঝাতে বলে, ওর প্রতি আগেও যেমন বিশ্বাস ছিল এখনও তেমনই আছে।
এইভাবে পাশে না দাঁড়ালে মেঘ যদি খারাপ কিছু করে ফেলে তাহলে আর আফসোসের সীমা থাকবে না। এমনকি গিনি কথা দেয়, সে সব সত্যিটা নীলের সামনে নিয়ে আসবে। রূপের কিছু বন্ধু আছে, যারা রূপের বন্ধু হলেও, রূপের এই অন্যায়টাকে সাপোর্ট করে না। তাদের নিয়েই গিনি এই রহস্য ফাঁস করবে। এবার দেখার কীভাবে গিনি এই রহস্য ফাঁস করে।