প্রত্যেকটি ধারাবাহিকের (Serial) ভাগ্য নির্ধারিত হয় টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা দেখে। এখন দর্শকদের কথাতে ধারাবাহিকের আয়ু নির্ধারিত হয় না, টিআরপি তালিকা দেখেই নির্ধারিত হয় ভাগ্য। আর তাই প্রত্যেক বৃহস্পতিবার সকলেই অপেক্ষায় থাকেন টিআরপি তালিকা দেখার জন্য। সকলেরই পছন্দের নির্দিষ্ট নির্দিষ্ট ধারাবাহিক থাকে, সেই ধারাবাহিক গুলো টিআরপি তালিকায় স্থান পেল কিনা তা দেখার জন্যই টিআরপি তালিকার দিকে নজর রয়েছে সকলের।
আজ বৃহস্পতিবার, ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় ধারাবাহিকের নামগুলো কোন স্থানে রয়েছে, দেখলে অবাক হবেন আপনিও। কিছু কিছু ধারাবাহিক নতুন এসেও পুরানোকে টেক্কা দিচ্ছে। কয়েকদিন যাবৎ জগদ্ধাত্রীর দেখা মিলছিল সবার প্রথমে। কিন্তু আজকের টিআরপি জগদ্ধাত্রীকে প্রথম থেকে বহিষ্কার করে নিয়ে এসেছে দ্বিতীয় তালিকায়। আর প্রথমে জায়গা করে নিয়েছে জি এর ফুলকি ধারাবাহিক।
শুধু জগদ্ধাত্রী দ্বিতীয় তালিকায় জায়গা করে নেননি, দ্বিতীয়তে জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু। আর এগুলোর থেকেও সবথেকে বড় চমক হচ্ছে গীতা এলএলবি। গত কয়েক সপ্তাহ যাবৎ টিভিতে সম্প্রচারিত হচ্ছে, এর মধ্যেই একেবারে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। গত সপ্তাহে পঞ্চমে স্থান ছিল , এ সপ্তাহে তৃতীয়তে। টিআরপি নম্বর যা রয়েছে, তা দেখে অনুমান করা যাচ্ছে, ধারাবাহিকটি প্রথম স্থানেও চলে যেতে পারে।
অন্যদিকে যে অনুরাগের ছোঁয়া ছিল সবার প্রথমে, সে নীচে নেমে গিয়ে পঞ্চমে এসে স্থান নিয়েছে। কিন্তু এ সপ্তাহে দেখা গেল চতুর্থ স্থান দখল করেছে । তোমাদের রানীর স্থান একই রয়েছে। এ সপ্তাহে কার কাছে কই মনের কথার টিআরপি নম্বর কমে গেছে। আর জল থই থই ভালোবাসার টিআরপি বেড়ে গেছে। কিন্তু তালিকায় নাম নেই ইচ্ছে পুতুলের। স্টার জলসার নতুন ধারাবাহিকগুলো টিআরপি তালিকায় স্থান দখল করলেও জি বাংলার নতুন দুটো ধারাবাহিক আলোর কোলে ও মিঠিঝোড়া স্থান দখল করতে ব্যর্থ। এক ঝলকে দেখে নেওয়া যাক টিআরপি তালিকা।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম – ফুলকি (৮.৫)
দ্বিতীয় – নিম ফুলের মধু, জগদ্ধাত্রী (৮.১)
তৃতীয় – গীতা LLB ( ৭.৩)
চতুর্থ – অনুরাগের ছোঁয়া (৭.২)
পঞ্চম – তোমাদের রানী (৭.০)
কার কাছে কই মনের কথা, জল থই থই ভালোবাসা (৬.৭)
লভ বিয়ে আজকাল ( ৬.৫)
তুঁতে (৬.৪)
সন্ধ্যাতারা (৬.২)
রাঙাবউ (৫.৭)
ইচ্ছে পুতুল সিরিয়াল ট্রেন্ডিংয়ে থাকলেও টিআরপি তালিকায় সেরা দশে জায়গা পাইনি। এসপ্তাহে ৫.৬ পয়েন্ট পেয়েছে মেঘ-ময়ূরী-সৌরনীল এর কাহিনী ইচ্ছে পুতুল। এছাড়াও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকাও একইসাথে প্রকাশিত হয়। যেখানে দেখা যাচ্ছে দাদাগিরিকে টেক্কা দিয়েছে দিদি নং ১। এসপ্তাহে দিদি নং ১ পেয়েছে ৬.১ পয়েন্ট আর দাদাগিরি পেয়েছে ৫.৮ পয়েন্ট।