Icche Putul : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকের জনপ্রিয়তাও এখন বেশি, তাই টিআরপি তালিকাতেও বেশ জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। আগে ধারাবাহিকটি যখন অনুরাগের ছোঁয়ার বিপরীতে সম্প্রচারিত হত, তখন সেভাবে টিআরপি দিতে পারেনি , কিন্তু এখন স্লট বদল ঘটতেই টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে।
আর সেই কারণে ধারাবাহিকেও দেখা যাচ্ছে চমকপ্রদ পর্ব। এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে মেঘের বড়সড় ক্ষতি করেছে ময়ূরী। আর সেই ক্ষতির ফলভোগ করছে সকলে। পাড়ার লোকেরা এসে মেঘের বাবা-মাকে যাচ্ছেতাই রকম ভাবে অপমান করে যাচ্ছে। এই সব শুনে মেঘ পুরোপুরি ডিপ্রেশানে চলে গেছে। খবরের কাগজে মেঘের কেচ্ছার কথা বেশ রসিয়ে কষিয়ে লেখা হয়।
তা দেখে মেঘ আরও মুষড়ে পড়ে। নীল খবরের কাগজ দেখে মেঘকে ভুল বোঝে। গিনি নীলকে বোঝায়, এটাই তার সুযোগ। এই সময় মেঘের পাশে থাকতে বলে। কিন্তু নীল কোন মুখে যাবে? জিষ্ণু আর মেঘকে একসাথে দেখে মাথার ঠিক রাখতে না পেরে জিষ্ণুকে মারধর করে। নীলের জন্যই রিপোর্টাররা মুখরোচক খবর বানিয়েছে। আর তা নিয়ে মেঘের বাবাও খুব রেগে আছে।
নীল সামনে পিছনে না ভেবে গিনির কথামতো মেঘের বাড়ি যায়। মেঘের সাথে দেখা করতে গেলে অনিন্দ্য বাবু দেখা করতে দেয়না। তিনি জানান, ‘তুমি এসো নীল, তোমার ওই বাজে নাটক আমি একদম সহ্য করতে পারছিনা।’ এরপর মধুমিতা দেবী এসে নীলকে ভিতরে ঢুকতে বলে। কিন্তু অনিন্দ্য বাবু নীলকে অপমান করে।
অনিন্দ্য বাবু আরও বলেন, ওখানে একদফা অপমান করেছ, আবার খবরের কাগজ দেখিয়ে অপমান করতে এসেছ। তুমি একজন স্বার্থপর মানুষ। নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারো। তুমি কোনো সময়েই ওর পাশে ছিলেনা। মেঘ একাই সবকিছু করেছে। এই সব কথা নীল মাথা পেতে মেনে নেয়। আর বলে আমি মেঘের পাশে আছি। আর কোনো অবিশ্বাস নেই। এখন দেখার মেঘ কি নীলকে মেনে নেবে?