Tota Roy Choudhury : নব্বই দশকের বাংলা সিনেমা (Bengali Movie) জগতের জনপ্রিয় অভিনেতা মানেই চিরঞ্জিত, প্রসেনজিৎ নন, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতার তালিকায় আরও একজনের নাম রক্ষিত থাকে। সেই মানুষটা হলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। হয়ত তাঁর কাজ খুব বেশি নয়। হয়ত সব সিনেমায় নায়ক হননি। কিন্তু তা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা এখনো তুঙ্গে। এই নিয়ে নেই কোনো আক্ষেপ, অল্পতেই খুশি টোটা রায়চৌধুরী।
তাঁর কেরিয়ার জীবনের ঝুলিতে কি নেই? আছে সিনেমা, আছে সিরিয়াল, আছে ওয়েব সিরিজ। সবেতেই তিনি বিচক্ষণ। সবেতেই তিনি সাবলীল। তাঁর অভিনয়ের সকলেই প্রশংসা করছে। এতো গেল টলিউডের কাজ। বলিউডেও তিনি পসার জমিয়েছেন। ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করবেন।
View this post on Instagram
একটা সময় তিনি নেপোটিজমের শিকার হয়েছিলেন, আর সে কারণেই নায়কের গঠন থাকলেও হয়েছেন পার্শ্ব অভিনেতা। কলেজে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে শুরু করেন অভিনয়। কখনো তিনি ভাবেননি অভিনয়ে যোগ দেবেন তাঁর ইচ্ছা ছিল সেনাবাহিনীতে কাজ করার। কিন্তু প্রভাত রায়ের আহ্বান তিনি ফেরাতে পারেননি। প্রথম কাজ প্রভাত রায়ের সাথে, দ্বিতীয় কাজ অঞ্জন চৌধুরীর সাথে, আর তৃতীয় কাজ ঋতুপর্ণ ঘোষের সাথে।
এই তিন স্তম্ভের সাথে কাজ করেই তিনি সমৃদ্ধ। তবে প্রথম দিকে জীবনে ক্ষোভ ছিল, এখন আর নেই। এখন তিনি ক্ষমা করতে শিখে গেছেন। এখন জীবনে যতটুকু পেয়েছেন তাতেই খুশি, আর তা নিয়েই ভালো আছেন। তাঁর ঈশ্বর দর্শকরা। তিনি যেটা করছেন, সেটা যদি দর্শকরা না বোঝেন তাহলে সেই কাজের মূল্য নেই।
View this post on Instagram
এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা কাজের শুরুতেই ইএমআইয়ের চক্করে পড়ে যান। আর যখন সেটা মেটাতে না পারেন, তখন তারা কারোর না কারোর কাছে শিরদাঁড়া বিক্রি করে দেন। এই তালিকায় তিনি পড়েন না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলার ক্ষমতা তাঁর আছে। দুর্নীতি করার সাহস তাঁর নেই। সেই কারণেই আজও তাঁকে কোনো শিবিরে দেখা যায়না।