Geeta LLB Serial : এক বাংলা ধারাবাহিকের (Bengali Serial) গল্প আর এক ধারাবাহিকে কপি হচ্ছে, এইরকম অভিযোগ চিরাচরিত। অতীতেও হয়েছে এখনো হচ্ছে। সত্যিই কি নির্মাতারা কপি করেন নাকি দুই ধারাবাহিকের কাহিনীকারের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এক? এই নিয়ে তর্ক করলে তর্ক হবে, আর না করলে না হবে। তবে সম্প্রতি একটি ধারাবাহিক নিয়ে উঠল বিস্তর অভিযোগ।
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)কে অনুকরণ করল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা LLB’ (Geeta LLB)। জি বাংলায় যেসব ধারাবাহিক গুলো হয়, সেই ধারাবাহিক গুলোর থেকে আলাদা অনন্য ধারাবাহিক জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর দুটো রূপ, একদিকে সে জগদ্ধাত্রী হয়ে সংসার সামলায়, আর একদিকে সে জ্যাস হয়ে অপরাধীদের যথাযথ শাস্তি দেয়।
ঠিক তেমনই স্টার জলসার যে কয়েকটি ধারাবাহিক বর্তমানে সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে আলাদা হল গীতা এল এলবি। এই গীতারও দুটো সত্তা। একদিকে সে সংসার সামলায়, আর একদিকে সে অপরাধীদের শাস্তি দেয়। তাই তো দর্শকরা বলছেন জগদ্ধাত্রীকে কপি করেছে গীতা। শুধু জগদ্ধাত্রী গোয়েন্দা আর গীতা উকিল।
বাদবাকি মারপিট, ডায়ালগ, গল্প সবটাই একরকম। শুধু তাই নয়, তাদের আশা জগদ্ধাত্রীর মতো গীতাও টপার হবে। দর্শকের কথায়, ‘কেউ মানুক আর না মানুক…. গীতা পুরো জগদ্ধাত্রী র কপি স্নেহাশীষ স্যার দুটোর প্যাটার্ন পুরো এক রেখেছেন.. শুধু তফাৎ হলো জগ গোয়েন্দা আর গীতা উকিল…. বাদবাকি সব এক মারপিট, ডায়লগ, গল্প।’
তাঁর আরও সংযোজন, ‘জগদ্ধাত্রী এই গল্প নিয়েই গাঁটছড়া র মত সিরিয়াল কে হারিয়েছে। এতদিন হয়ে যাওয়া সত্বেও হাই টিআরপি, চ্যানেল টপার, বেঙ্গল টপার। আমার মনে হয় গীতাও same হবে। হারানো এতো সহজ হবে তবে মনের কথার গল্প ফাস্ট করলে চান্স আছে স্লট পাবার। তবে একটা কথা বাজি রেখে বলতে পারি যে গীতা একবার হলেও টপ করবেই । কারণ same জিনিস জগ বাজিমাত করছে’।