‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অভিনেত্রীর রয়েছে এক যমজ বোন! রইল ছবি

Twin Sister Actress : আমরা যাদের টিভির (Television Show) পর্দায় দেখি, তাদের মধ্যে অনেকের পরিবার সিনেমা জগতের সাথে যুক্ত নন, আবার অনেকের পরিবারকে দেখা যায়

Saranna

neem phooler madhu serial this actress has twin sister

Twin Sister Actress : আমরা যাদের টিভির (Television Show) পর্দায় দেখি, তাদের মধ্যে অনেকের পরিবার সিনেমা জগতের সাথে যুক্ত নন, আবার অনেকের পরিবারকে দেখা যায় সিনেমা জগতের সাথে যুক্ত। কোনো বাংলা ধারাবাহিকে (Bengali Serial) দেখা যায় বাবা-মেয়ে একসাথে কাজ করছে, আবার কোনো ধারাবাহিকে দেখা যায় দুই বোন একসাথে কাজ করছে। এরকম অনেক দৃষ্টান্ত ইন্ডাস্ট্রিতে রয়েছে। শুধু এই দৃষ্টান্ত নয়, হামশকলের উদাহরণও রয়েছে।

এক অভিনেত্রীকে দেখতে হুবহু আর এক অভিনেত্রীর মতো, দেখে মনে হবে দুই বোন বা দুই ভাই। সেরকমই একটি দৃষ্টান্ত তুলে ধরলাম আজ। জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের খল চরিত্র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। এই অভিনেত্রীকে বেশিরভাগ দেখা যায় নেগেটিভ চরিত্রে অভিনয় করতে। নিম ফুলের মধুর আগে তাকে অভিনয় করতে দেখা গেছে ‘পিলু’, ‘কি করে বলব তোমায়’ ইত্যাদি ধারাবাহিকে।

actress manosi sengupta has twin sister1

মানসীর মতো দেখতে আর এক অভিনেত্রীও রয়েছেন ইন্ডাস্ট্রিতে। হুবহু একরকম দেখতে। দেখলে গুলিয়ে যাবে। সেই অভিনেত্রীর নাম হল রাইমা সেনগুপ্ত (Raima Sengupta)। কালার্স বাংলায় ‘জয় জগন্নাথ’-এ সুভদ্রার ভূমিকায় দেখা গেছে। জয় জগন্নাথ এ তাকে দেখে অনেকেই ভেবেছিলেন এটা বোধহয় মানসী। শুধু তাই নয়, জি বাংলায় ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকেও রাইমাকে দেখা গেছে।

তাকে দেখে অনেকেই মানসী ভেবেছেন। কিন্তু ওটা মানসী নন ওটা রাইমা। অভিনেত্রী রাইমা কে জানেন? এই অভিনেত্রী মানসীর বোন। মানসীরা তিন বোন। এই তিন বোনের মধ্যে দুই বোন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। রাইমা ছোটো। রাইমার সাথে মানসীর মুখের অনেক মিল। দিদির কথামতো রাইমা চলেন। এককথায় বলা যেতে পারে পথপ্রদর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)

দিদি ইন্ডাস্ট্রিতে রয়েছে, তাই দিদির মতো রাইমাও ইন্ডাস্ট্রিতে।বোনে বোনে এত ঝগড়া হয়, যা বলার মতো নয়। কিন্তু ঝগড়া হলেও তাদের মধ্যে রয়েছে অনেক মিলও। মানসী রাইমাকে সম্প্রতি নিজের প্রথম সন্তান বলে সম্বোধন করেছেন। সন্তানের মতোই আগলে রেখেছেন। অভিনয়ের ক্ষেত্রে সবসময় সাপোর্ট করেছেন। কোনখানে কি করতে হয়, সবকিছুতেই পাশে রয়েছেন। তাহলে বুঝতেই পারছেন, পর্দায় খল হলে কি হবে বাস্তবে অন্যরকম মানুষ মানসী।

× close ad