দূরত্ব বেড়েছে শ্বেতা-রুবেলের সম্পর্কে! সত্যি প্রকাশ করলেন অভিনেত্রী

Sweta-Rubel : টলিপাড়ার (Tollywood) প্রেম মানেই ক্ষণস্থায়ী, এই ধারণা কিন্তু ভুল। টলিপাড়ায় যেমন আছে ক্ষণস্থায়ী প্রেম। তেমনই রয়েছে দীর্ঘস্থায়ী প্রেম। এই দীর্ঘস্থায়ী প্রেমের ক্ষেত্রে দেখা

Saranna

sweta bhattacharya post about her relation with rubel das

Sweta-Rubel : টলিপাড়ার (Tollywood) প্রেম মানেই ক্ষণস্থায়ী, এই ধারণা কিন্তু ভুল। টলিপাড়ায় যেমন আছে ক্ষণস্থায়ী প্রেম। তেমনই রয়েছে দীর্ঘস্থায়ী প্রেম। এই দীর্ঘস্থায়ী প্রেমের ক্ষেত্রে দেখা যায়, অনেকেই বিয়ে করে নিয়েছেন, অনেকের আবার বিয়ে হয়নি , তবে কবে হবে, সেটাও তারা জানিয়ে দিয়েছেন। এই তালিকায় বহু অভিনেত্রী রয়েছেন।

তার মধ্যে একটি জনপ্রিয় জুটি হল শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) আর রুবেল দাস (Rubel Das)এই জনপ্রিয় জুটির বিয়ে হওয়ার দিনক্ষণের একটা আভাস পাওয়া গেলেও এখন শোনা যাচ্ছে, তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। একসঙ্গে শ্বেতা -রুবেল জি বাংলায় ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে কাজ করেছেন। এই ধারাবাহিক দেখেই দর্শকরা ধারণা করেছিলেন তারা সম্পর্কে রয়েছেন। কিন্তু তারা সেই কথা উড়িয়ে দিয়েছিলেন।

sweta bhattacharya and rubel das announced they going to marry soon

বলেছিলেন দুজনে বন্ধু। কিন্তু পরে তারা ঘোষণা করেন, দুজনে প্রেমের সম্পর্কে আবদ্ধ। বর্তমানে দুজনেই জি এর প্রজেক্টে কাজ করছেন। শ্বেতা করছেন নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। আর রুবেল করছে ‘নিম ফুলের মধু’তে। কয়েকদিন আগে দেখা গিয়েছিল রুবেল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। প্রথমে পায়ে চোট, তারপর ডেঙ্গু। রুবেলের পাশে সবসময় ছিলেন শ্বেতা। তাদের দুজনের এই ভালোবাসা দেখে সকলেই মুগ্ধ ছিলেন।

এরকম ভালোবাসা দেখায় যায়না। কিন্তু এখন শোনা যাচ্ছে তাদের মধ্যে অনেক দূরত্ব। তাদের দুজনকে অনেকেই আর একসাথে দেখতে পাচ্ছেন না। তাই অনেকেরই ভাবনা তাদের মধ্যে অনেক দূরত্ব বেড়েছে। সত্যিই কি দূরত্ব বেড়েছে? আর পাঁচটা জুটির মতো হয়ে গেল তারা? সম্প্রতি শ্বেতা একটি পোস্ট করেছেন, সেই পোস্টে শ্বেতা লিখেছিলেন, ‘কিছু কিছু সম্পর্ক বিধাতার লেখা। সেই সম্পর্কগুলোকে যত্নে রাখার দায়িত্ব সম্পর্কে থাকা মানুষ গুলোকে নিতে হয়।

অনেক চড়াই উৎরাই থাকে, সেগুলোকে অতিক্রম করতে হয়। সম্পর্কটা শিশুর মতো আগলে বড় করতে হয়, দীর্ঘায়ু করতে হয়। সেই সম্পর্কটা তোর আর আমার। যার মধ্যে কোনো প্রতিযোগীতা নেই, হার-জিৎ নেই, কোনো স্বার্থ নেই। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক।’ এর উত্তরে রুবেল লিখেছেন, ‘আমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা, শক্তি, সম্পর্কের আর এক নাম শ্বেতা’। তাহলে বুঝতেই পারছেন, তাদের মধ্যে কোনো দূরত্ব হয়নি।

× close ad