দিন শেষ দীপার! প্রথম সপ্তাহেই ছক্কা হাঁকালো শ্বেতা, টপার কে? রইল সম্পূর্ণ TRP তালিকা

Target Rating Point : বাংলা সিরিয়ালের (Bengali Serial) স্থায়িত্ব এখন নির্ভর করে টিআরপির উপর। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা নির্ধারণ করে কোন ধারাবাহিক কতটা দীর্ঘ চলবে?

Nandini

29th december bengali serial top ten trp list

Target Rating Point : বাংলা সিরিয়ালের (Bengali Serial) স্থায়িত্ব এখন নির্ভর করে টিআরপির উপর। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা নির্ধারণ করে কোন ধারাবাহিক কতটা দীর্ঘ চলবে? বা কোন ধারাবাহিক শেষ হতে পারে তার ধারণা মোটামুটি পাওয়া যায়। আগে টিআরপি নিয়ে এতটা মাতামাতি ছিল না। কিন্তু বিগত কয়েক মাস যাবৎ টিআরপি বাংলা ধারাবাহিকগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

কম পয়েন্ট থাকায় অনেক ভালো ধারাবাহিক খুব স্বল্প সময়ে চ্যানেলের তরফে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেগুলো প্রবল জনপ্রিয়তা না পেলেও কিছু সংখ্যক দর্শকের পছন্দের তালিকার ছিল সেসব ধারাবাহিক। আবার সেই খালি জায়গা পূরণ করতে অনেক নতুন নতুন ধারাবাহিকও এসেছে চ্যানেলে।

14th december target rating point bengali serial trp list

তবে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও প্রথম তিনটি স্থান ধরে রেখেছে পুরোনো সিরিয়াল গুলি। আর নতুন শুরু হওয়া কিছু ধারাবাহিক তালিকায় উপরের দিকে এগিয়ে চলেছে ঝড়ের গতিতে। তো আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন সিরিয়াল তালিকায় প্রথম স্থান জয় করে নিল আর কোন কোন সিরিয়াল বাদ পড়ল সেরা ১০ এর তালিকা থেকে।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম- নিম ফুলের মধু (৯.২)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৯)
তৃতীয়- ফুলকি (৮.৫)
চতুর্থ- গীতা LLB (৭.৯)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৭.৮)
কার কাছে কই মনের কথা (৭.৬)
অনুরাগের ছোঁয়া (৬.৭)
সন্ধ্যাতারা (৬.৬)
জল থই থই ভালোবাসা (৬.৫)
কথা (৬.৪)

19th october bengali serial top ten trp list

এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পায়নি ‘অনুরাগের ছোঁয়া’। টপার হয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। আর তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। অর্থাৎ এই সপ্তাহের তালিকায় পরপর তিনটি স্থান জয় করে নিয়েছে জি বাংলা। প্রথম সপ্তাহেই ‘কোন গোপনে মন ভেসেছে’ তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। আর এই সপ্তাহে ‘তোমাদের রানী’ সেরা দশের তালিকা থেকে বাদ পড়েছে।

× close ad