Titiksha Das-Megh : জি বাংলায় (Zee Bangla) বেশ কয়েকটি নতুন বাংলা ধারাবাহিকের আসার গুঞ্জন শোনা যাচ্ছে। আর তার জন্য পুরানো ধারাবাহিককে বিদায় দিতে হবে। তাই জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যাবে জি এর জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকের গতিবিধি দেখে সেটাই বোঝা যাচ্ছে। ধারাবাহিক শেষ হওয়া নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das) ‘মেঘ’ (Megh) ।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das) এবং মৈনাক ব্যানার্জী। আর খল চরিত্রে অভিনয় করছেন শ্বেতা মিশ্র। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, মেঘ এখন ধীরে ধীরে কিছুটা সুস্থ হচ্ছে। আর ওদিকে রূপ আর ময়ূরীর মুখোশ খুলতে চলেছে। সবমিলিয়ে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।
আর শয়তানির মুখোশ খুলে যাওয়া মানেই ধারাবাহিক শেষ। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় অনুরাগীরা খুব বিষণ্ণ। অনুরাগীরা এই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্রকে বেশ ভালোবাসে। এই ধারাবাহিকের মাধ্যমেই তিতিক্ষা সকলের কাছে জনপ্রিয় হন। আর তাই এই ধারাবাহিকের কাছে তিনি কৃতজ্ঞ। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় মেঘ চরিত্রের লুকের ছবি শেয়ার করে তিতিক্ষা লেখেন, ‘এই চরিত্রটি আমার হৃদয়ে থেকে যাবে’।
এই পোস্ট দেখেই সকলের মনে সন্দেহ জাগছে। তাহলে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল? এখনো অফিসিয়ালি কিছু জানা যায়নি । এখন দেখা যাক কি হয়। গুঞ্জন যদি সত্যি হয় দর্শকরা খুবই কষ্ট পাবেন। আসলে কেউই চাইছেন না ধারাবাহিক শেষ হয়ে যাক। যদি দর্শকদের কথা রাখেন নির্মাতারা তাহলে আর শেষ হবে না।
View this post on Instagram
তবে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জি বাংলায় আসছে কয়েকটা নতুন সিরিয়াল তাই ইচ্ছে পুতুল, মিলি শেষ হবে। আবার আলোর কোলে ১০.৩০ টায় গিয়ে মন দিতে চাই ও শেষ হতে পারে। সিউর ইচ্ছে পুতুল আর মিলি শেষ হবে আর বাকি গুলি TRP এর উপর নির্ভর করে শেষ করবে।।’