মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের পালা! উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে ? জানাল শিক্ষাপর্ষদ

মাধ্যমিকের ফলপ্রকাশ শেষ এবার পালা উচ্চমাধ্যমিকের ফলাফলের (Higher secondary Result)। এইবছর মাধ্যমিকের সাথে সাথে উচ্চমাধ্যমিক এর পরীক্ষাও নেওয়া হয়েছিল। গত বছরের মতো আর বাতিল হয়নি

Desk

10th june higher secondary examination result to be published

মাধ্যমিকের ফলপ্রকাশ শেষ এবার পালা উচ্চমাধ্যমিকের ফলাফলের (Higher secondary Result)। এইবছর মাধ্যমিকের সাথে সাথে উচ্চমাধ্যমিক এর পরীক্ষাও নেওয়া হয়েছিল। গত বছরের মতো আর বাতিল হয়নি পরীক্ষা। গত বছর উচ্চমাধ্যমিক বাতিল করা হয়েছিল করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। করোনা পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল। অনেক অপেক্ষার পর আবারো খুলেছে স্কুল। আবারও স্কুলে স্কুলে শোনা যাচ্ছে শিক্ষার্থীদের কলতান।

তবে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোতেই আবারো শিক্ষা ব্যবস্থা মাথা ছাড়া দিয়ে বসে। মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষা বারংবার বাতিল করে শিক্ষার্থীদের মধ্যে খারাপ প্রভাব সৃষ্টি করতে চাননি। আর তাই এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাই সংঘটিত হয়েছিল। তবে এবারে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজিত হয়েছিল। শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে। সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (Higher secondary Result) প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই।

10th june higher secondary examination result to be publish

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ (Higher secondary result 2022)

চলতি বছরের ২ রা এপ্রিল থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। এবার মাত্র ৪৪ দিনের মাথাতেই আগামী ১০ ই জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের খবর জানাল শিক্ষাপর্ষদ। ১০ ই জুন সকাল ১১ টা ৩০ থেকে  অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। শিক্ষাপর্ষদের পরিসংখ্যান অনুযায়ী এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ লক্ষ।

নিচে উল্লিখিত ওয়েবসাইট গুলিতে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবে (Higher secondary Result Website)

wbresults.nic.in
www.exametc.com
www.results.sikksha
results.shiksha

প্রসঙ্গত, বাড়িতে থাকতে থাকতে পড়ুয়ারা হাপিয়ে উঠেছিল। স্কুলের দিনগুলো ভুলতে বসেছিল তারা। নতুন ক্লাসের আনন্দ উপভোগ করা হয়নি অনেকের। নতুন স্কুলে নতুন বন্ধু  বানানো হয় নি অনেকের। নতুন স্কুলে ভর্তি হয়ে যেতে পারলেও স্কুলটা কেমন দেখতে সেটাই দেখা হয়ে ওঠেনি অনেকের। পরীক্ষা বন্ধ। অনলাইন পড়াশুনা। ধীরে ধীরে এই সব কিছুতেই অবস্থায় হতে শুরু করেছিল পড়ুয়ারা।

আরও পড়ুনঃ যেকোনো কাজেই পড়াশুনা লাগে! নিজের মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করে উত্তর ‘The Bong Guy’ এর

তবে স্কুল খুলে যাওয়াতে আবার নিজেদের ছন্দে মেতে উঠেছে তারা। রোজ নিয়ম করে স্কুল যাওয়া বন্ধুদের সাথে গল্প, একসাথে স্কুলের ক্লাসরুমে ক্লাস করা। গল্প, আড্ডা, খেলা সব কিছুতে মেতেছে আবার পড়ুয়ারা। স্কুলের জীবন, স্কুলের আনন্দ ভুলতে বসা পড়ুয়ারা, আর যারা নতুন স্কুলে পা রাখলো সকল পড়ুয়ারাই যেন আবার স্কুলে যেতে পেরে দ্বিগুন আনন্দ পেয়েছে মনে। নিজেদের শৈশব ফিরে পেয়েছে তারা।

× close ad