কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, ছোটো পর্দার অভিনেত্রীরা পাড়ি দিচ্ছেন বড় পর্দায়। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, ইধিকা পাল সকলেই পাড়ি দিচ্ছেন ওই পর্দায়। এদের পাশাপাশি যোগ হয়েছে আরও এক জনপ্রিয় অভিনেত্রীর নাম। তিনি হলেন শ্রুতি দাস (Shruti Das)। টলি (Tollywood) ইন্ডাস্ট্রির চর্চিততম অভিনেত্রী শ্রুতি। ভালো হোক বা খারাপ সবসময় তিনি উঠে আসেন শিরোনামে।
আবারও নিজের সাফল্যের জন্য উঠে এলেন শিরোনামে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে বড়পর্দায় পা দিচ্ছেন। ছবির নাম ‘আমার বস’ (Amar Boss)। সবেমাত্র শেষ হয়েছে শ্রুতির অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’। ধারাবাহিক শেষ হতেই সুযোগ আসে বড় পর্দার জন্য। হঠাৎই তাঁর কাছে ফোন আসে এই ছবির চরিত্রের জন্য। বর্তমান সময়ে একটা কাজ পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়।
আর সেসব না করে কোনও যোগাযোগ ছাড়াই গুরুত্বপূর্ণ চরিত্রের সুযোগ আসায় নিজেকে খুবই ভাগ্যবতী মনে করেন। শুধু তাই নয়, চরিত্র চূড়ান্ত হয়ে যাওয়ার পর কেঁদেই ফেলেছিলেন অভিনেত্রী। কোন চরিত্রে শ্রুতিকে দেখা যাবে সেটা এখনো অভিনেত্রী খোলসা করেননি। এই বসের চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর বসের মায়ের চরিত্রে অভিনয় করছেন রাখী গুলজার। এছাড়াও থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ‘খাদান’ রিলিজের আগেই বড় চমক! বহুবছর পর কামব্যাক করছেন দেবের নায়িকা
হঠাৎ করে এই সুযোগ পেয়ে শ্রুতি জানান, ‘প্রথম তিনটে সিরিয়ালে কাজ করার পরই এত নামকরা প্রোডাকশন হাউজ থেকে এত ভালো একটা চরিত্রের সুযোগ পেয়েছি। খুব আনন্দ হচ্ছে, অডিশন ছাড়াই কাজটা পেয়েছি। তবে দুটো ওয়ার্কশপ হয়েছে। পাশাপাশি একটা ভয়ও রয়েছে। তবে ওরা দুজন (শিবপ্রসাদ এবং নন্দিতা) আমাকে মন খুলে স্বাধীনভাবে কাজ করতে বলেছেন, যেখানে প্রয়োজন হবে ওঁরা পথ দেখাবেন’।
View this post on Instagram
শ্রুতির এই সাফল্যে শ্রুতি একা নেই, তাঁর পাশে রয়েছে তাঁর স্বামী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি জানিয়েছেন, ‘যেদিন প্রথম আমাকে প্রোডাকশন থেকে ডাকে, সেদিন স্বর্ণেন্দুই আমাকে নিয়ে গিয়েছিল। আমার জন্য দু ঘন্টা বাইরে অপেক্ষা করছিল। এত বড় মাপের মানুষ হয়েও ইগো কাজ করেনি, পেশাদারী না হয়ে, বউয়ের পাশে থেকেছে। আমাকে উৎসাহ দিয়েছে। একজন স্ত্রী হিসেবে এটাই আমার কাছে বড় পাওনা’।