সংগীতশিল্পী কেকে কে শ্রদ্ধা তিলোত্তমার! নন্দনে শতকণ্ঠ একসাথে গেয়ে উঠলো তার শেষ গান

কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কেকে (KK)। যার গানে মেতেছিলো লক্ষ লক্ষ শ্রোতা। আজ তিনি প্রয়াত। গানের মধ্যে দিয়ে মানুষের স্মৃতিতে রয়ে গেছেন তিনি। তাকে

Desk

kolkata give a unique tribute to singer kk

কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কেকে (KK)। যার গানে মেতেছিলো লক্ষ লক্ষ শ্রোতা। আজ তিনি প্রয়াত। গানের মধ্যে দিয়ে মানুষের স্মৃতিতে রয়ে গেছেন তিনি। তাকে স্মৃতি থেকে মুছে ফেলা তো এতো সহজ নয়। একটা গোটা প্রজন্ম যার গানকে আশ্রয় করে বাঁচে সুখ-দুঃখ-হাসি-কান্না-আনন্দে তার মৃত্যুটা তাদের কাছে এখনো একটা দুঃস্বপ্নের মতো। তিনি নেই সে কথা ভাবতেই যেন বুকটা হুহু করে ওঠে।

বুকের বামপাশে একটু চিনচিন করে ওঠে যেন তা না থাকার কথা মাথায় এলেই। গত মাসেই যে মানুষটা গানের জন্য তার ভক্তদের জন্য ছুটে এসেছিলেন কলকাতায়। তিনি আজ আর পৃথিবীর কোথাও নেই। মানুষের জীবনটা তো এমনই তাই না। কে কখন কিভাবে হারিয়ে যায় আমরা যেন কল্পনাও করে উঠতে পারিনা। আর ঠিক সেইরকম ভাবেই সংগীতশিল্পী কেকেও (KK) আজ অতীতে পরিণত হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by KK (@kk_live_now)

কেকের প্রতি কলকাতার শ্রদ্ধাজ্ঞাপন (Kolkata give A tribute to singer KK)

কেকের এই মৃত্যুতে শোকাহত তার কিছু ভক্ত তাকে তিলোত্তমার বুকে শ্রদ্ধা জানিয়েছেন এক অভিনব উপায়ে। জানি তিনি  আর ফিরে আসবেন না। আর কখনো তার কণ্ঠে সামনাসামনি গান শোনা সম্ভব হবে না। আর কোনো কেকের কোনো কনসার্টে ডাক পড়বে না। কেউ আর তাকে কখনো হিংসে করতে পারবেনা। তবুও সে মিশে থাকবে তার প্রতিটি গানে। যা শ্রোতাদের কানে ধ্বনিত হবে বারংবার।

আরও পড়ুনঃ আমাদের ক্ষমা কর! কেকের মৃত্যুতে ডঃ কুনাল সরকারের চাঞ্চল্যকর পোস্ট, ক্ষোভ প্রকাশ অনুরাগীদের

যার গাওয়া জনপ্রিয় গান ‘পল্’ এই গানটাই গত রবিবার গেয়ে উঠলো ১০০ জন একত্রে। হ্যাঁ, আসলেই তাই। রবিবার কলকাতার (Kolkata) নন্দন চত্বরে গিটার হাতে উপস্থিত হয়েছিলেন টিম বি গার্ডেন বাস্কার্স সংগঠনের তরফে ১০০ শিল্পী। তাদের প্রত্যেকের হাতে ছিল গিটার আর সুর ছিল ‘পল্’ গানটির। একসাথে শতকণ্ঠ গেয়ে উঠেছিল সেই গান যা ধ্বনিত হয়েছে আকাশে বাতাসে। হয়তো গায়ক কোথাও বসে সুচিলেন একমনে সেই গান। এভাবেই কলকাতা তাকে জানাল শেষ শ্রদ্ধা।

× close ad