পুলিশের ফাঁদে ইউটিউবার (You Tube) রোদ্দুর রায় (Roddur Roy)। রোদ্দুর রায় এর আগেও বেশ কয়েকবার শিরোনাম হয়েছিলেন। তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) চলেছে বিতর্কের ঝড়। বসেছে একাধিকবার সমালোচনার আসর। রোদধুর রায় এমন এক ব্যাক্তি যিনি তার কথা বলার বাচন ভঙ্গিতে মানুষের নজর করেছেন। তার সব বিষয়কে হাস্যকৌতুকের ন্যায় প্রতিস্থাপন করাতে তার অনুরাগীরা বেশ খুশি হন। কিন্তু তার এই কথা বলার ভঙ্গি আর সোশ্যাল মিডিয়ায় যে কাউকে আপত্তিজনক কথা বলাই তাকে বারংবার বিপদে ফেলেছে।
এবারের রোদ্দুর রায় সোজা গেলেন জেলে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিজনক কথাবার্তা বলেছেন ওই পোস্টে। আর তাতেই বেশ অনেক গুলি জেলার থানায় রোদ্দুর রায়ের নামে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) আপত্তিজনক কথাবার্তা বলার জন্য এফ আই আর দায়ের করা হয়।
View this post on Instagram
রোদ্দুর রায় গ্রেফতার (Roddur Roy Arrested)
আর তারপর গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে পুলিশ। এর আগেও পাটুলি থানায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিজনক কথাবার্তার কারণে শুধু মুখ্যমন্ত্রী মমতা বানার্জীই (Mamata Banerjee) নন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee) কেও খারাপ কথা বলার জন্য তার নাম মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ রোদ্দুর রায়কে গ্রেফতার করার কিছু আগেই সে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল যা ছিল -‘কেস দাও মোরে…কেস দাও আরও…বন্ধ রাখিয়ো কারাগারে…কমেডির বিটে বাজিবেই ডিজে…’।
দলের একাংশের অভিমত এই ইউটিউবার নিজের ভিউয়ার বাড়াতে এরকম নিচ কুরুচিকর ভিডিও তৈরী করে থাকেন। তিনি সংযত থাকার সীমা লঙ্ঘন করে থাকেন বারংবার। মূলত, এই ইউটিউবার এখন ভালোমত আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন। বেশ অনেক গুলি জেলার থানায় তার নাম অভিযোগ করা হয়েছে। আগামীতে কি হতে চলেছে তা সময়ই বলবে।