ভালো-খারাপ যাই হোক সূর্যকেই চাই, ‘অনুরাগের ছোঁয়া’ নতুন প্রোমো দেখে দাবি ভক্তদের

Anurager Chowa : সুদীপা জুটি ভাঙা চলবেনা, 'অনুরাগের ছোঁয়া'র নতুন প্রোমো ঘিরে ক্ষোভ প্রকাশ অনুরাগীদের

Saranna

anurager chowa serial audience angry to see new promo

স্টার জলসার (Star Jalsha) একটি পুরনো ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি দর্শকদের  বেশ কাছের হয়ে উঠেছিল। সূর্য-দীপা বলতে সকলেই অজ্ঞান ছিল। কিন্তু এখন ধারাবাহিকের কাহিনী এমন হয়ে গেছে যে, ধারাবাহিক থেকে মুখ ঘোরাচ্ছেন অনেকেই। সাম্প্রতিক প্রোমো যেটা প্রকাশ পেয়েছে, সেটা দেখেই দর্শকদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। 

যারা ধারাবাহিক দেখেন তারা জানেনই, মিশকা রূপার জীবন শেষ করে দিতে চেয়েছিল। আর সেইমতো সে তার গাড়ি দিয়ে রূপাকে ধাক্কা মারে। রূপার অ্যাক্সিডেন্ট হয়। কোমায় যেতে যেতে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনা হলেও তার শরীরে এক অন্যরকম রোগ বাসা বেঁধেছে। এখন সে অনেকটাই সুস্থ। কিন্তু সঠিক সময় অপারেশন না করলে সে মারা যেতে পারে। ঠিক ভাবে চিকিৎসা না হলে ৬ মাস পরেই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়বে সে। 

anurager chowa serial netizen angry to see new promo

এই সময় অবশ্যই প্রয়োজন সূর্যর। কিন্তু সূর্য মুখ ফিরিয়ে নিয়েছে সবকিছু থেকে। অভিমানে, দুঃখে ঘর ছেড়ে মেয়েদের ছেড়ে সে নিরুদ্দেশ হয়ে গেছে পরিবারের সকলের কাছ থেকে। সূর্য না থাকলেও দীপার পাশে রয়েছে অর্জুন। যিনি রূপার বাবার অভাব পূরণ করছে। অর্জুন একজন বাবার মত করেই রুপাকে সরিয়ে তুলতে নিজের যথাসাধ্য চেষ্টা করে চলেছে। 

আরও পড়ুনঃ ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী আসছেন জলসার এই ধারাবাহিকে, আনন্দিত অনুরাগীরা

এরই মধ্যে ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমো তে দেখা যাচ্ছে, রূপা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। বাইরে ঝড়-বৃষ্টি হচ্ছে। অর্জুনকে সে বলে, আমার খুব মাথা ব্যাথা করছে। এরপর কিছুক্ষণ থাকার পর অর্জুন চলে যেতে চায়, ঠিক তখনই অর্জুনের হাত ধরে রূপা। রূপা বলে, ‘তুমি আমাদের মায়ের বেস্ট ফ্রেন্ড হবে অর্জুন ড্যাডি’। সোনা বলে ‘আমিও তাই চাই’। 

এই প্রোমো দেখে সকলেই ক্ষুব্ধ হয়েছেন। সকলেই বলছেন, ‘এত বাজে, এই ফালতু জিনিস দেখার সময় নেই। আমিও চাই সূর্য আর দীপা এক হোক সুর্য দীপার মিল চাই।’ একজন লিখেছেন, ‘ মামা বাড়ির আবদার আমরা সূর্যকেই নায়ক হিসেবে চাই, সূর্যকে চাই।  সিরিয়ালের পরিচালকের মনে হয় ঘুম পেয়েছে ওনার সিরিয়াল করতে হয়ত ভালো লাগছে না। তাই উল্টোপাল্টা ভাবনা সব সময় নায়ক পাল্টানোর কিন্তু আমরা সূর্যকেই চাই।‘

× close ad