টলিপাড়ায় (Tollywood) অনেক জুটি রয়েছে, সেই জুটি গুলোকে দেখা না গেলেও তাঁরা আজও মানুষের মনে রয়ে গেছে। আজও চিরন্তন, দর্শকরা সেই সব জুটিকে আবারও দেখতে চান টিভির পর্দায়। আর সেই সব কথা মাথায় রেখে দর্শকদের পছন্দের হিট জুটি আবারও দীর্ঘ ১৬ বছর পর পর্দায় ফিরছেন। সেই জুটি হল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেবশ্রী রায়ের (Debashree Roy) জুটি।
একসময় এই জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিল। তাঁদের অভিনীত ছবি বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল ৯০ দশকের ত্রয়ী, এমএলএ ফাটাকেষ্ট, যুদ্ধ, অভিমন্যু, মহাগুরু। শেষবার দেখা গিয়েছিল ‘শুকনো লঙ্কা’ ছবিতে। এগুলোর পর আর তাদের একসাথে দেখা যায়নি। তাই তো দর্শকরা চাইছেন আবার ফিরে আসুক।
দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প ‘দোলগোবিন্দবাবুর চশমা’ অবলম্বনে পথিকৃৎ বসুর আগামী ছবি ‘শাস্ত্রী’ (Sastri)তে দেখা মিলবে। মিঠুনের স্ত্রীর চরিত্রে থাকবেন দেবশ্রী। প্রযোজনা করবেন ‘সোহম’স এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশন প্রাইভেট লিমিটেড।’ শুধু প্রযোজক নন অভিনেতা হিসেবেও দেখা যাবে। মিঠুন, দেবশ্রী সোহম ছাড়াও দেখা মিলবে খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তদের।
জানা যাচ্ছে, এই ছবির কাহিনী হতে চলেছে অন্য ধরনের। বিজ্ঞান-অপবিজ্ঞানের দ্বন্দ্ব ফুটে উঠবে ছবিতে। জ্যোতির্বিদ্যা কি আদৌ বিজ্ঞান নাকি, অপবিজ্ঞান, সেটাই তুলে ধরা হবে। ছবির কেন্দ্রে থাকবে পরিমল সান্যাল। পরিমলের স্ত্রী হলেন সরলা। পরিমল এবং সরলার জীবনের দুটি অধ্যায় তুলে ধরা হবে। শুধু গল্পে নয়, লুকেও থাকবে নানারকম চমক। জানুয়ারীতে শ্যুটিং হওয়ার কথা ছিল।
এই বছর পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রসঙ্গত, এই ছবির জন্য অনেকেই লেখিকার কাছে প্রস্তাব চেয়েছিলেন। কিন্তু তিনি সোহমের সংস্থাকেই বেছে নিয়েছেন। আর যেহেতু সোহম মিঠুন চক্রবর্তীকে নির্বাচন করেছেন, সেহেতু লেখিকার আরও পছন্দের। কারণ লেখিকার বারবার মনে হয়েছে, গল্পে যে চরিত্রটি রয়েছে এরকম শক্তিশালী চরিত্র সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবেন, তাঁর মতো শক্তিশালী অভিনেতা।